ভারতে স্কুলের ভবন ধসে ৭ জন নিহত
শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫ ০৪:১১ পিএম | আপডেট: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫ ০৪:১১ পিএম
ভারতের রাজস্থানে পিপলোদি সরকারি বিদ্যালয়ের ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা ৭ জনে দাঁড়িয়েছে।
আজ শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ে আটটা নাগাদ স্কুলের একতলা ভবনের ছাদ হঠাৎ ভেঙে পড়লে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়টি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল এবং এর আগে বহুবার ভবনের অবস্থা নিয়ে অভিযোগ জানানো হয়েছিল। ঘটনার সময় প্রায় ৬০ জন ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা স্কুলে উপস্থিত ছিলেন।
প্রাথমিকভাবে রাজ্য শিক্ষাসচিব কৃষ্ণ কুণাল জানিয়েছেন, ছয় জন শিশুর মৃত্যু হয়েছে। যদিও পরে সংখ্যাটি বেড়ে সাত হয়। মৃতদের সকলেরই বয়স ৮ থেকে ১১ বছরের মধ্যে। গুরুতর আহত দুই শিশুকে স্থানীয় মানোহর থানা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ঝালাওয়াড়ের বড় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, টানা ভারী বৃষ্টিপাতের ফলে ছাদটি হঠাৎ ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায় অনেক শিশু। ঘটনার পর পরই আতঙ্ক ও চিৎকারে চারদিক ভরে ওঠে। ধোঁয়া ও ধুলোর মধ্যে স্থানীয়রা তৎপরতার সঙ্গে উদ্ধার কাজে নামেন।
প্রশাসনের পক্ষ থেকে তৎক্ষণাত জেলা কালেক্টর ও বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে হাত লাগান। অন্তত চারটি জেসিবি মেশিনের সাহায্যে ধ্বংসাবশেষ সরানো হয়।
ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক বিবৃতিতে বলেন, এই দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। সরকার সকল সহায়তা প্রদান করছে।
সূত্র: এনডিটিভি।
আরও পড়ুন
- ভারতে নাইটক্লাবে অগ্নিকাণ্ডে নিহত ২৫, আহত ৫০
- ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৯১৬
- ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ছাড়াল ৪৪০
- খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাকিস্তান প্রধানমন্ত্রীর চিঠি
- আশ্রয় সংক্রান্ত সব সিদ্ধান্ত স্থগিত করলেন ডোনাল্ড ট্রাম্প
- হংকংয়ে বহুতল ভবনে ভয়াবহ আগুনে নিহত ৪৪
- বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহর এখন ঢাকা, পথম জাকার্তা
- আফগানিস্তানে পাকিস্তানের বোমা হামলায় নিহত ১০