মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা
সোমবার, ১১ আগস্ট, ২০২৫ ০৪:৩৬ পিএম | আপডেট: সোমবার, ১১ আগস্ট, ২০২৫ ০৪:৩৬ পিএম

তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ সোমবার (১১ আগস্ট) দুপুর ২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এই সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। এর আগে, গত বছর অক্টোবর মাসে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আমন্ত্রণে বাংলাদেশ সফর করেছিলেন।
সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। সেই বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার বিষয়ে আলোচনা হবে। সম্ভাব্য আলোচনার বিষয়গুলোর মধ্যে রয়েছে প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি ও খনিজসম্পদ, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং প্রবাসী শ্রমবাজার। বৈঠকে কয়েকটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তুতিও রয়েছে। অন্তত পাঁচটি চুক্তি সই হতে পারে বলে জানা গেছে।
এই সফরে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গেও ড. ইউনূসের সাক্ষাৎ হতে পারে।
সফরসঙ্গী হিসেবে প্রধান উপদেষ্টার সঙ্গে রয়েছেন সরকারের কয়েকজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা ও কর্মকর্তা। তাদের মধ্যে আছেন পররাষ্ট্র, প্রবাসীকল্যাণ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদবিষয়ক উপদেষ্টা। এছাড়া সফরে আছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত।
সরকারের নীতিনির্ধারক মহল মনে করছে, এই সফরের মাধ্যমে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে। ব্যবসা, বিনিয়োগ, জ্বালানি ও শ্রমবাজারে নতুন সুযোগ তৈরি হতে পারে বলেও আশা করা হচ্ছে।
আরও পড়ুন
- ফেব্রুয়ারিতেই নির্বাচন, কোনো শক্তি বিলম্বিত করতে পারবে না: প্রেস সচিব
- কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে সেজন্য সজাগ থাকার আহ্বান
- হজ কার্যক্রমে কেউ ঘুষ নিলে ফাঁসিতে ঝুলানো হবে: ধর্ম উপদেষ্টা
- কোনো ব্যক্তি বা দলের কথায় নির্বাচন বন্ধ হবে না : অর্থ উপদেষ্টা
- ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে কাজ করছে সরকার : প্রধান উপদেষ্টা
- প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করল ইউকেএম
- ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ: প্রধান উপদেষ্টা
- বাংলাদেশ-মালয়েশিয়ার ৫ সমঝোতা স্মারক ও তিন নোট বিনিময়