1. »
  2. আন্তর্জাতিক

গরুর মাংসে নিষেধাজ্ঞা, প্রতিবাদে বিফ ফেস্টের আয়োজন

রবিবার, ৩১ আগস্ট, ২০২৫ ১২:৪৩ পিএম | আপডেট: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫ ১২:৪৩ পিএম

গরুর মাংসে নিষেধাজ্ঞা, প্রতিবাদে বিফ ফেস্টের আয়োজন

ভারতের কেরালার এরনাকুলামে ক্যানারা ব্যাংকের কর্মীরা নতুন ম্যানেজারের গরুর মাংস নিষেধাজ্ঞার সিদ্ধান্তের প্রতিবাদে ‘বিফ ফেস্ট’ আয়োজন করেছেন।

ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন অব ইন্ডিয়ার (বিইএফআই) উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয়।

সংগঠনের নেতারা জানিয়েছেন, প্রথমে তারা ম্যানেজারের আচরণ ও মানসিক হয়রানির প্রতিবাদ করতে চেয়েছিলেন। পরে গরুর মাংস নিষিদ্ধ হওয়ায় কর্মীরা সিদ্ধান্ত নেন, ক্যান্টিনের সামনে গরুর মাংস খেয়ে প্রতীকী উৎসবের মাধ্যমে প্রতিবাদ দেখাবেন।

সংগঠনের নেতা এস এস অনিল বলেন, “ক্যান্টিনের খাবার ব্যক্তিগত পছন্দের বিষয়। এটি কাউকে জোর করে খাওয়ানোর বিষয় নয়, বরং আমাদের প্রতিবাদের একটি উপায়।”

কেরালার স্বতন্ত্র এমএলএ কে টি জালিলও প্রতিবাদকারীদের সমর্থন জানিয়েছেন। তিনি ফেসবুকে লিখেছেন, “উর্ধ্বতন কর্মকর্তাদের ঠিক করার অধিকার নেই মানুষ কী খাবে বা কী ভাববে।”

এর আগে ২০১৭ সালে কেন্দ্রীয় সরকারের গরু বিক্রি নিষিদ্ধের পর কেরালার বিভিন্ন স্থানে ‘বিফ ফেস্ট’ হয়ে প্রতিবাদ জানানো হয়েছিল। এবারও সেই আন্দোলন নতুন করে আলোচনায় এসেছে।