আফগানিস্তানের বাগরাম ঘাঁটি ফের নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:৪৩ পিএম | আপডেট: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:৪৩ পিএম

আফগানিস্তানের বাগরাম ঘাঁটি যুক্তরাষ্ট্র আবারও নিয়ন্ত্রণে নিতে চায় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি আবারও যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
গতকাল বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, আমরা এটা (বাগরাম ঘাঁটি) ফিরে পেতে চাই। এটি একটি কৌশলগত জায়গায় অবস্থিত, চীনের খুব কাছে।
বাগরাম ছিল একটি সোভিয়েত-নির্মিত সামরিক ঘাঁটি, যা ৯/১১ হামলার পর আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের প্রধান ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়।
কিন্তু ২০২১ সালে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করে নেয় এবং এর কিছুদিনের মধ্যেই তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়।
তবে কাবুলে তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জাকির জালাল স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আফগানিস্তানে মার্কিন সেনা বা সামরিক উপস্থিতির কোনও প্রয়োজন নেই।
জালাল এক এক্স পোস্টে বলেন, আফগানিস্তান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক হতে পারে পারস্পরিক সম্মান ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে। কিন্তু আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের কোনও সামরিক ঘাঁটির প্রয়োজন নেই।
এদিকে যুক্তরাষ্ট্রের নাগরিক যারা আফগানিস্তানে ভুলভাবে আটক রয়েছেন, তাদের মুক্তির বিষয়ে মার্কিন কর্মকর্তারা তালেবান সরকারের সঙ্গে আলোচনা করছেন। সূত্র: রয়টার্স
আরও পড়ুন
- ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাচ্ছে কাতার
- দোহায় হামলার জন্য নেতানিয়াহুকে শাস্তি পেতে হবে : কাতার
- ইসরায়েলি হামলায় গাজা ছেড়ে যাচ্ছেন ফিলিস্তিনিরা
- গাজায় জাতিগত নিধন চালাচ্ছে ইসরাইল: জাতিসংঘ
- দেশত্যাগ করতে চাওয়া বিদেশিদের ভিসানীতি শিথিল করলো নেপাল
- একদিনে গাজায় অনাহারে প্রাণ গেল শিশুসহ আরও ৭ জনের
- একদিনে গাজায় আরও ৭২ ফিলস্তিনিকে হত্যা করল ইসরায়েল
- বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী