1. »
  2. আন্তর্জাতিক

গাজায় একই পরিবারের ২৫ জনকে হত্যা

সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫ ০৫:০৩ পিএম | আপডেট: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫ ০৫:০৩ পিএম

গাজায় একই পরিবারের ২৫ জনকে হত্যা

গাজা শহরের সাবরা এলাকায় একই পরিবারের কমপক্ষে ২৫ জনকে হত্যা করেছে দখলদার ইসরাইলি সেনাবাহিনী।

রোববার ভোরে ইসরাইলি যুদ্ধবিমান সাবরা এলাকায় কয়েকটি বাড়িতে বোমা হামলা চালালে একই পরিবারের এসব সদস্য প্রাণ হারান। আগস্টের শেষ দিক থেকে এই এলাকায় ট্যাঙ্ক নিয়ে প্রবেশ করে ধ্বংসযজ্ঞ চালাচ্ছিল ইসরাইল।

কাতার-ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গণমাধ্যমটি বলছে, গাজা সিটির সাবরা এলাকায় বিমান হামলায় একই পরিবারের অন্তত ২৫ জনকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। হামলার পর এখন পর্যন্ত অন্তত ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে আরো অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কায় স্থানীয় মানুষ ও উদ্ধারকর্মীরা খালি হাতে মাটি খুঁড়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

ঘটনাস্থলে থাকা পরিবারের সদস্যরা জানিয়েছেন যে তারা ধ্বংসস্তূপের নিচে প্রায় ৫০ জন আটকা পড়েছে বলে আশঙ্কা করছেন।

ফিলিস্তিনি পরিবারটি আটকে পড়া অন্যদের উদ্ধারের জন্য জরুরি সাহায্যের আবেদন জানিয়েছে। ঘটনাস্থলে উপস্থিত পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারা এখনো ধ্বংসস্তূপ থেকে আওয়াজ শুনতে পাচ্ছেন।

পরিবারের এক সদস্য বলেন, ‘আমি সমগ্র বিশ্বের কাছে আবেদন করছি, দয়া করে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমাদের আত্মীয়স্বজন জীবন্ত চাপা পড়েছে। ধ্বংসস্তূপের নিচ থেকে আমরা তাদের চিৎকার শুনতে পাচ্ছি, কিন্তু আমরা তাদের কাছে পৌঁছাতে পারছি না।’

তিনি বলেন, ধ্বংসস্তূপে কাজ করা উদ্ধারকারীদের ওপর ইসরাইলি ড্রোন গুলি চালাচ্ছে।

তনি বলেন, ‘আমরা যখনই তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি, ইসরাইলি ড্রোনগুলো আমাদের ওপর গুলি চালায়। প্রতি পাঁচজন পুরুষ চেষ্টা করলে, চারজন নিহত হয় এবং কেবল একজন বেঁচে থাকে।’

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হতাহতদের একটি ছোট গাড়িতে করে লোকজন দ্বারা বেষ্টিত করে সরিয়ে নেয়া হচ্ছে। অপর একটি ভিডিওতে দেখা যাচ্ছে, এক মা বিলাপ করছেন, ‘আমার সব সন্তানকে হারালাম।’

গাজা শহরের পশ্চিমে অবস্থিত শাতি শরণার্থী শিবির এবং গাজা শহরের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত তাল আল-হাওয়া পাড়ায়ও তীব্র ইসরাইলি বিমান হামলা চালানো হয়েছে। নাসর জেলার লাভাল টাওয়ার এবং টাওয়ারের পাশের একটি বাড়িতেও অভিযান চালানোর খবর পাওয়া গেছে।