এনসিপিকে তালিকা থেকে প্রতীক পছন্দ করতে ইসির চিঠি
বিডি প্রেস ডেস্ক রিপোর্ট বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫ ০৪:৪৭ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫ ০৪:৪৭ পিএম
রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধনের প্রাথমিক পর্যায়ের যাচাইয়ে স্থান পেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে, দলটির চাওয়া প্রতীক ‘শাপলা’ বরাদ্দ দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কারণ, নির্বাচন পরিচালনা বিধিমালায় এই প্রতীকটি অন্তর্ভুক্ত নেই।
এনসিপির পক্ষ থেকে জমা দেওয়া আবেদনপত্রে প্রতীকের পছন্দক্রম অনুযায়ী উল্লেখ করা হয়েছিল—শাপলা, কলম ও মোবাইল। তবে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ এর বিধি ৯(১) অনুযায়ী যে নির্ধারিত প্রতীকের তালিকা রয়েছে, সেখানে ‘শাপলা’ প্রতীকটি নেই। ফলে এ প্রতীক বরাদ্দ দেওয়া কমিশনের পক্ষে সম্ভব নয় বলে জানানো হয়েছে।
এই প্রেক্ষাপটে, ইসি এনসিপিকে আগামী ৭ অক্টোবরের মধ্যে সংরক্ষিত প্রতীকের তালিকা থেকে একটি প্রতীক নির্বাচন করে লিখিতভাবে জানাতে বলেছে। কমিশনের পক্ষ থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, প্রার্থীর অনুকূলে বরাদ্দযোগ্য প্রতীক তালিকায় যেসব প্রতীক এখনো অন্য কোনো দলকে দেওয়া হয়নি, সেখান থেকে একটি বেছে নিতে হবে। নির্বাচিত প্রতীকটি দলটির জন্য সংরক্ষিত থাকবে, যদি না দলটি পরবর্তীতে প্রতীক পরিবর্তনের জন্য ইচ্ছা প্রকাশ করে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক (গণমাধ্যম) আরিফুর রহমান তুহিন। তিনি বলেন, 'যেহেতু শাপলা প্রতীক দিতে আইনগত কোনো বাধা নেই, তাই আমরা শাপলাই চাই। এর বিকল্প কিছু ভাবছি না। আমরা মনে করি, নির্বাচন কমিশন আমাদের সঙ্গে স্বেচ্ছাচারিতা করছে। তারা নিরপেক্ষ অবস্থানে নেই, বরং একটি বিশেষ দলের ইচ্ছায় আমাদের দাবি উপেক্ষা করছে।'
তিনি আরও বলেন, 'প্রতীক তালিকায় শাপলা না থাকলে কমিশনের উচিত সেটা অন্তর্ভুক্ত করা। এটি কয়েকদিনের বিষয় মাত্র। কিন্তু কমিশন সেই পথে না গিয়ে তাঁবেদারি করে আমাদের প্রতীক দিচ্ছে না। তবে আমরা এখনো শাপলার পক্ষেই রয়েছি।'
কমিশন সূত্রে জানা গেছে, এনসিপির নিবন্ধন সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে প্রতীকের বিষয়টি দ্রুত নিষ্পত্তি জরুরি। তাই সময়সীমার মধ্যে প্রতীক নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেছে ইসি।
আরও পড়ুন
- নির্বাচনে প্রতি কেন্দ্রে আনসার থাকবে ১৩ জন: স্বরাষ্ট্র উপদেষ্টা
- এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই: ইসি সচিব
- উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক
- ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ আজ
- মেট্রোরেল দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে ৫ লাখ, দেওয়া হবে চাকরি
- ন্যায় ব্যর্থ হলে শক্তিশালী রাষ্ট্রও ভেঙে পড়ে: প্রধান বিচারপতি
- ভোটকেন্দ্রে আনসার সদস্যরা প্রথম প্রতিরক্ষা স্তর হিসেবে দায়িত্ব পালন করবে : মহাপরিচালক
- পশ্চিম তীর দখলে বিল অনুমোদনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ