গাজা যুদ্ধবিরতিতে হামাসের সাড়া, সুযোগ কাজে লাগাতে আহ্বান জাতিসংঘ মহাসচিবের
বিডি প্রেস ডেস্ক রিপোর্ট শনিবার, ৪ অক্টোবর, ২০২৫ ০৩:২১ পিএম | আপডেট: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫ ০৩:২১ পিএম
গাজা উপত্যকায় যুদ্ধবিরতির বিষয়ে হামাসের সদিচ্ছাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। শুক্রবার (৩ অক্টোবর) জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্তেফান দুজারিচ এক বিবৃতিতে বলেন, ‘গুতেরেস সকল পক্ষকে আহ্বান জানাচ্ছেন এই সুযোগ কাজে লাগিয়ে গাজার মর্মান্তিক সংঘাতের অবসান ঘটাতে।’
এর আগে, শুক্রবার হামাসের জ্যেষ্ঠ নেতা মুসা আবু মারজুক ঘোষণা দেন যে, গোষ্ঠীটি নীতিগতভাবে ট্রাম্পের যুদ্ধবিরতির পরিকল্পনা মেনে নিয়েছে। তিনি জানান, পরিকল্পনার মূল কাঠামোতে তাদের সম্মতি রয়েছে, তবে বাস্তবায়নের জন্য আরও আলোচনা প্রয়োজন।
গুতেরেস কাতার ও মিসরের মধ্যস্থতাকারী প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এটিকে ‘অমূল্য সহায়তা’ বলে অভিহিত করেন।
তিনি আরও বলেন, জাতিসংঘ মহাসচিব তার পূর্বের অবস্থান পুনর্ব্যক্ত করছেন—তাৎক্ষণিক ও স্থায়ী যুদ্ধবিরতি, সকল বন্দির নিঃশর্ত মুক্তি এবং অবাধ মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ নিশ্চিত করতে হবে।
জাতিসংঘ জানায়, এসব লক্ষ্য অর্জনের যেকোনো প্রচেষ্টায় তারা সহায়তা অব্যাহত রাখবে, যাতে গাজার মানুষের ভোগান্তি আর না বাড়ে।
আরও পড়ুন
- যুদ্ধবিরতি লঙ্ঘন : ৯ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ভারতীয় ৩টি কাশির সিরাপ নিয়ে ডব্লিউএইচও'র সতর্কবার্তা
- ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেল ৩ হাজার ৭০০ ফিলিস্তিনি
- মিসরে বিশ্ব নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই
- মেক্সিকোতে ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় ৪৪ জনের মৃত্যু
- ঢাকা আসছেন জাকির নায়েক
- মৃত্যু যাত্রায় এবারও শীর্ষে বাংলাদেশ
- আফগানিস্তানের ১৯টি সীমান্ত ঘাঁটি দখলের দাবি পাকিস্তানের