যানজটে আটকা পড়ায় মোটরসাইকেলে গন্তব্যে পৌঁছেছেন উপদেষ্টা
বুধবার, ৮ অক্টোবর, ২০২৫ ০১:৫৩ পিএম | আপডেট: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫ ০১:৫৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় সড়কের কাজ পরিদর্শনে এসে যানজটে আটকে পড়েন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। অবশেষে ৩ ঘণ্টা পর মোটরসাইকেলে ১১ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পরিদর্শনস্থলে পৌঁছান তিনি।
আজ বুধবার দুপুর ১টা ৫ মিনিটের দিকে বিশ্বরোড পৌঁছান। তবে তিনি নিজের গাড়ি ছেড়ে মোটরসাইকেলে করে আসেন। এর আগে প্রায় ২ ঘণ্টা এক জায়গাতেই তার গাড়ি আটকে থাকে। বিশ্বরোডে পৌঁছে কাজ পরিদর্শন করেন উপদেষ্টা।
সিক্সলেন-ফোরলেন সড়ক সম্প্রসারণ কাজ দেখতে এসে যানজটে আটকা পড়েন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ-সরাইল অংশের কাজ দেখতে এসে এই পরিস্থিতির মুখে পড়েন। সকাল সোয়া ১০ টায় আশুগঞ্জ থেকে যাত্রা শুরু করলেও দুপুর ১২টা পর্যন্ত বিশ্বরোডে পৌঁছাতে পারেননি। ২ ঘণ্টায় তার গাড়ি এগিয়েছে মাত্র ৪০ মিটার।
সকালে সাড়ে ১০ টায় বিশ্বরোড পরিদর্শনের সময় নির্ধারিত ছিলো। তিনি ঢাকা থেকে ট্রেনে সকাল সাড়ে ৯ টায় ভৈরব পৌঁছান। সেখানে থেকে আশুগঞ্জে পৌঁছে বিশ্বরোডের দিকে যাত্রা শুরু করেন। হোটেল উজানভাটি থেকে দেড় কিলোমিটার গাড়ি চলার পর সোহাগপুরে উপদেষ্টার গাড়িবহর যানজটে পড়ে। সোহাগপুর এলাকাতেই ৪০মিটার পথ পেরুতে উপদেষ্টার সময় লেগেছে ২ ঘণ্টা।
অবশ্য উপদেষ্টা আসার আগে গত ৩ দিন ধরে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল-বিশ্বরোড মোড় পর্যন্ত ১২ কিলোমিটার অংশে যানজট লেগে আছে। এই মহাসড়কে দিন পেরিয়ে রাতও কাটাতে হচ্ছে হাজার হাজার যাত্রী ও গাড়ি চালকদের।
আব্দুল বাতেন নামে গ্রীণলাইন পরিবহনের এক যাত্রী বলেন, ‘গত রাত ২টার দিকে সিলেটের উদ্দেশে রাজধানীর রাজারবাগ থেকে বাসে উঠেছিলাম। সকাল সাড়ে ১০টা পর্যন্ত সরাইল-বিশ্বরোড মোড় পার হতে পারিনি। সারারাত গাড়িতে বসে কষ্ট করেছি। আমাদের এই ভোগান্তি-কষ্ট কেউ দেখে না। এই কষ্ট প্রতিনিয়ত করতে হচ্ছে।’
ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, গতকাল দিবাগত মধ্যরাত থেকে যানজট আরও তীব্র হয়েছে। মূলত সড়কের দুরবস্থার কারণে যানজট সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত। হাইওয়ে পুলিশ যানজট নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
আশুগঞ্জ থানার ওসি মো. খাইরুল আলম জানান, সকাল সোয়া ১০টায় আশুগঞ্জের হোটেল উজানভাটির সামনে থেকে উপদেষ্টার গাড়িবহর সরাইল-বিশ্বরোড মোড়ের উদ্দেশে রওনা হয়। কিছুদূর এগুনোর পরই গাড়িবহর সোহাগপুর এলাকায় যানজটে আটকা পড়ে। হাইওয়ে ও থানা পুলিশ যৌথভাবে যানজট নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
আরও পড়ুন
- মুক্তি পেয়ে তুরস্কে পৌঁছেছেন শহিদুল আলম
- শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই
- স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে জিয়ারত করলেন খালেদা জিয়া
- শহিদুল আলমকে অপহরণ করেছে ইসরায়েলি বাহিনী
- বাংলাদেশ-তুরষ্ক পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক আজ
- শিগগিরই সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে ঐকমত্য কমিশন
- মা ইলিশ রক্ষায় ১৭টি যুদ্ধজাহাজ মোতায়েন, বিশেষ অভিযান শুরু