স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫ ১০:৫৮ এএম | আপডেট: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫ ১০:৫৮ এএম

স্থানীয় সরকার বিশেষজ্ঞ, গবেষক ও স্থানীয় সরকার বিষয়ক সংস্কার কমিশনের সাবেক সদস্য অধ্যাপক তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
আজ বৃহস্পতিবার এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ‘তোফায়েল আহমেদ ছিলেন বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ে গবেষণার অন্যতম অগ্রদূত। তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ২০২৪ সালে অন্তর্বর্তী সরকারের গঠন করা স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে গঠনমূলক ও বাস্তবসম্মত প্রস্তাবনা দিয়েছিলেন, যা অত্যন্ত প্রাসঙ্গিক।’
তিনি আরও আরও বলেন, ‘তোফায়েল আহমেদ স্থানীয় সরকার ও সমবায় বিষয়ক একজন লব্ধপ্রতিষ্ঠ গবেষক ও লেখক। তিনি সারা জীবন দেশের প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, জবাবদিহিমূলক স্থানীয় সরকার ব্যবস্থা ও গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠায় নিবেদিত ছিলেন।’
মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধান উপদেষ্টা।
উল্লেখ্য, এর আগে গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তোফায়েল আহমেদ ।
আরও পড়ুন
- মুক্তি পেয়ে তুরস্কে পৌঁছেছেন শহিদুল আলম
- শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে জিয়ারত করলেন খালেদা জিয়া
- যানজটে আটকা পড়ায় মোটরসাইকেলে গন্তব্যে পৌঁছেছেন উপদেষ্টা
- শহিদুল আলমকে অপহরণ করেছে ইসরায়েলি বাহিনী
- বাংলাদেশ-তুরষ্ক পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক আজ
- শিগগিরই সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে ঐকমত্য কমিশন
- মা ইলিশ রক্ষায় ১৭টি যুদ্ধজাহাজ মোতায়েন, বিশেষ অভিযান শুরু