1. »
  2. আন্তর্জাতিক
ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার প্রথম পর্যায়ে

হামাস-ইসরাইলের শান্তি চুক্তিতে স্বাক্ষর , উচ্ছ্বাসিত গাজাবাসী

বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫ ১১:০৯ এএম | আপডেট: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫ ১১:০৯ এএম

হামাস-ইসরাইলের শান্তি চুক্তিতে স্বাক্ষর , উচ্ছ্বাসিত গাজাবাসী

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি ও পণবন্দীদের মুক্তি-সংক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার প্রথম পর্যায় বাস্তবায়নে একমত হয়েছে হামাস ও ইসরাইল। শান্তি চুক্তি সই হওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে গাজাবাসীকে, ইসরায়েলেও অনেকে আনন্দ প্রকাশ করেছেন। বেশ কিছু ভিডিওতে গাজাবাসীকে যুদ্ধবিরতি চুক্তি খবরে উদযাপন করতে দেখা গেছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই চুক্তিকে "ইসরায়েলের জন্য একটি মহান দিন" বলে অভিহিত করেছেন। এই চুক্তি অনুমোদনের জন্য বৃহস্পতিবার তার সরকারের একটি বৈঠক আহ্বান করেছেন। অন্যদিকে গাজায় যুদ্ধ বন্ধে চুক্তিতে পৌঁছানোর কথা নিশ্চিত করেছে হামাস।  

নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক বার্তায় ট্রাম্প বলেছেন, ‘আমি অত্যন্ত গর্বের সাথে ঘোষণা করছি যে ইসরাইল ও হামাস উভয়ই আমাদের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে স্বাক্ষর করেছে।’

তিনি আরো বলেছেন, ‘খুব শিগগিরই সব পণবন্দীকে মুক্তি দেয়া হবে এবং ইসরাইল নিজেদের সৈন্যদের নির্ধারণ করা একটি সীমানায় সরিয়ে আনবে।’

এদিকে, মধ্যস্থতাকারী দেশ কাতার জানিয়েছে, চুক্তির বিষয়ে পরে আরো বিস্তারিত জানানো হবে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় বলেন, ‘মধ্যস্থতাকারীরা ঘোষণা করছেন যে আজ রাতে গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের সব বিধান ও বাস্তবায়ন প্রক্রিয়ার বিষয়ে একটি চুক্তি হয়েছে। যা যুদ্ধের অবসান, ইসরাইলি পণবন্দী ও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি এবং সাহায্যের প্রবেশের দিকে নিশ্চিত করবে। এ বিষয়ে বিস্তারিত পরে ঘোষণা করা হবে।’

এ ঘোষণার কয়েক ঘণ্টা আগে ট্রাম্প জানিয়েছিলেন, ‘আলোচনা খুব ভালোভাবে’ এগিয়ে চলছে। একইসাথে তিনি এই সপ্তাহের শেষের দিকে মধ্যপ্রাচ্য ভ্রমণ করতে পারেন বলে ঘোষণা দেন। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি হয়তো সপ্তাহের শেষের দিকে, হয়তো রোববারে সেখানে যেতে পারি।’

বুধবার আলোচনার তৃতীয় দিনে কাতার, তুরস্ক, মিসর ও যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা মিসরের শার্ম আল-শেখে প্রতিনিধিদলের সাথে যোগ দেন। মধ্যস্থতাকারীরা ট্রাম্পের ২০-দফা প্রস্তাবের বিষয়ে উভয়পক্ষের মধ্যে মতপার্থক্য নিরসনের জন্য চাপ দিয়েছেন।

পরিকল্পনার প্রথম ধাপে যুদ্ধবিরতি ও গাজায় আটক ৪৮ জন ইসরাইলি পণবন্দীর মুক্তি এবং ইসরাইলি কারাগারে আটক ফিলিস্তিনি বন্দীদের মুক্তির আহ্বান জানানো হয়েছে। প্রস্তাবিত বিনিময়ের অংশ হিসেবে মুক্তি দেয়া পণবন্দীদের তালিকা জমা দিয়েছে হামাস।

সূত্র : আল জাজিরা