ইসরায়েলে সব ধরনের অস্ত্র বিক্রি বন্ধ করল স্পেন
বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫ ১১:১৬ এএম | আপডেট: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫ ১১:১৬ এএম

গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে দেশটির সঙ্গে সব ধরনের অস্ত্র বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্পেন।
গতকাল বুধবার (৮ অক্টোবর) স্পেনের সংসদে এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে পাস হয়।
সরকারের এই সিদ্ধান্ত অনুযায়ী, ইসরায়েলের সঙ্গে কোনো অস্ত্র বা সামরিক প্রযুক্তি কেনাবেচা করা যাবে না। এমনকি ইসরায়েলে সামরিক সরঞ্জাম বা জ্বালানি বহনকারী জাহাজ ও বিমান স্পেনের বন্দর বা আকাশসীমা ব্যবহার করতে পারবে না।
স্পেন ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ইসরায়েলের সবচেয়ে কড়া সমালোচক দেশগুলোর একটি। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকার এর আগেই গাজার যুদ্ধের কারণে ইসরায়েলের বিরুদ্ধে বেশ কিছু নিষেধাজ্ঞা ঘোষণা করেছিল।
এই ভোটে বামপন্থি পোদেমোস দল সরকারকে সমর্থন দেয়। তবে রক্ষণশীল পপুলার পার্টি ও ডানপন্থি ভক্স দল প্রস্তাবটির বিরোধিতা করে।
পোদেমোস নেত্রী ইওনে বেলারা বলেন, সরকারকে আরও কঠোর হতে হবে। ইসরায়েলের সঙ্গে বিদ্যমান সব অস্ত্র চুক্তি বাতিল করা উচিত।
অন্যদিকে স্পেনের অর্থমন্ত্রী কার্লোস কুয়ের্পো বলেন, এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিকভাবে একটি শক্ত অবস্থান। রক্ষামন্ত্রী মার্গারিতা রোবলেস জানান, গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার দিনই আমরা ইসরায়েলকে অস্ত্র বিক্রি বন্ধ করেছিলাম।
সূত্র : মিডলইস্ট মনিটর।
আরও পড়ুন
- যুদ্ধবিরতি কার্যকর, ঘরে ফিরতে শুরু করেছে গাজাবাসী
- যুদ্ধবিরতি চুক্তির পরও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল
- শান্তিতে নোবেল পেলেন মারিয়া কোরিনা
- হামাস-ইসরাইলের শান্তি চুক্তিতে স্বাক্ষর , উচ্ছ্বাসিত গাজাবাসী
- ফিলিস্তিনে যুদ্ধ বন্ধ চুক্তির ঘোষণা দিতে মিসর যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প
- ইউনেস্কোর সভাপতি নির্বাচিত হলো বাংলাদেশ
- অস্ত্র সমর্পণের দাবি অস্বীকার হামাসের
- ট্রাম্পের নির্দেশ উপেক্ষা করে আরও ৭০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল