জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সিনিয়র সচিব এহসানুল হক
রবিবার, ১২ অক্টোবর, ২০২৫ ১১:১১ এএম | আপডেট: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫ ১১:১১ এএম

সরকার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হককে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ দিয়েছে।
রোববার (১২ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানকে গত ২১ সেপ্টেম্বর পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়। সেদিনই তিনি বিদায় নেন।
তার বিদায়ের পর থেকে গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ে পূর্ণ সচিব ছিলেন না। এ সময় অতিরিক্ত সচিব (সিপিটি অনুবিভাগ) ড. আবু শাহীন মো. আসাদুজ্জামান রুটিন দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন
- রোমের উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা
- দেশজুড়ে টাইফয়েডের টিকাদান কর্মসূচি শুরু, চলবে ১৩ নভেম্বর পর্যন্ত
- মুক্তি পেয়ে তুরস্কে পৌঁছেছেন শহিদুল আলম
- শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই
- স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে জিয়ারত করলেন খালেদা জিয়া
- যানজটে আটকা পড়ায় মোটরসাইকেলে গন্তব্যে পৌঁছেছেন উপদেষ্টা
- শহিদুল আলমকে অপহরণ করেছে ইসরায়েলি বাহিনী