মিসরে বিশ্ব নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই
মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫ ১০:২৭ এএম | আপডেট: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫ ১০:২৭ এএম

বিশ্বের বিভিন্ন দেশের নেতার উপস্থিতিতে হামাস-ইসরাইল শান্তি পরিকল্পনা চুক্তিতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গতকাল সোমবার (১৩ অক্টোবর) মিসরে শান্তি সম্মেলনে উপস্থিত হয়ে এ চুক্তিতে স্বাক্ষর করেন তিনি।
এই নথিতে ট্রাম্প ছাড়াও মিসরীয় প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানিসহ অন্যান্য বিশ্বনেতারা স্বাক্ষর করেছেন।
শান্তি সম্মেলনটি অনুষ্ঠিত হয় মিসরের উপকূলীয় শহর শারম আল-শেখে।
সম্মেলনে প্রায় ৩৫ জন বিশ্বনেতা অংশ নেন। গাজায় দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইসরাইল-হামাস যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে এ চুক্তি সই হয়।
চুক্তি স্বাক্ষরের পর ট্রাম্প বলেন, আজ আমরা শুধু এক যুদ্ধের অবসান ঘটালাম না, মধ্যপ্রাচ্যের জন্য এক নতুন ইতিহাস রচনা করলাম। এটি সবচেয়ে বড় চুক্তি, যা শান্তির নতুন ভোর এনে দেবে।
এদিকে, স্বাক্ষরিত চুক্তিটির বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে চুক্তি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প দৃঢ়তার সঙ্গে বলেন, এটি টিকে থাকবেই। তথ্যসূত্র : আল জাজিরা ও বিবিসি
আরও পড়ুন
- ভারতীয় ৩টি কাশির সিরাপ নিয়ে ডব্লিউএইচও'র সতর্কবার্তা
- ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেল ৩ হাজার ৭০০ ফিলিস্তিনি
- মেক্সিকোতে ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় ৪৪ জনের মৃত্যু
- ঢাকা আসছেন জাকির নায়েক
- মৃত্যু যাত্রায় এবারও শীর্ষে বাংলাদেশ
- আফগানিস্তানের ১৯টি সীমান্ত ঘাঁটি দখলের দাবি পাকিস্তানের
- যুদ্ধবিরতি কার্যকর, ঘরে ফিরতে শুরু করেছে গাজাবাসী
- যুদ্ধবিরতি চুক্তির পরও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল