যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় ৯৩ ফিলিস্তিনি নিহত
রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫ ১১:৪১ এএম | আপডেট: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫ ১১:৪১ এএম
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় নতুন করে ৯৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। মানবাধিকার সংস্থা ও ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বারবার এই সংঘাত বন্ধের আহ্বান জানাচ্ছে, কিন্তু আঞ্চলিক সহিংসতা থামানো যাচ্ছে না।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলার পর পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। ১১ অক্টোবর থেকে যেসব অঞ্চল যুদ্ধবিরতির আওতায় আসে, তাতেও ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় ৯৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩২৪ জন। হামলার কারণ এখনও রাজনৈতিক ও সামরিক টানাপোড়েনের সঙ্গে যুক্ত।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় এককভাবে ১৯ জন নিহত এবং ৭ জন আহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে চলা ইসরায়েলি গণহত্যায় মোট ৬৮,৫১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১,৭০,৩৮২ জন আহত হয়েছেন। এই তথ্য থেকে বোঝা যায়, যুদ্ধবিরতির মধ্যেও নিরাপত্তাহীনতা এবং সহিংসতা অব্যাহত রয়েছে।
তথ্যসূত্র : আল-জাজিরা
আরও পড়ুন
- গাজায় ফের ‘শক্তিশালী’ হামলা চালনোর নির্দেশ নেতানিয়াহুর
- ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তুরস্ক
- যুদ্ধবিরতির পরেও ইসরায়েলি হামলা অব্যাহত
- পশ্চিম তীর দখলের বিল পাসের বিরোধীতায় যুক্তরাষ্ট্র-সৌদি আরব-কাতার
- উগান্ডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬
- জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী তাকাইচি
- চীনকে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি
- হংকংয়ের কার্গো বিমান সমুদ্রে পরে নিহত ২