এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই: ইসি সচিব
সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫ ০৪:২৭ পিএম | আপডেট: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫ ০৪:২৭ পিএম
বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। নির্বাচন কমিশন স্ববিবেচনায় অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে বলে জানান তিনি।
আজ সোমবার (২৭ অক্টোবর) নির্বাচন ভবনে জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশের পর এ কথা জানান তিনি। ইসি সচিব বলেন, গণভোটের ব্যাপারে নির্বাচন কমিশনে এখনো কোনো তথ্য আসেনি।
এ সময় তিনি জানান, আগামী সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে ৪২ হাজার ৭৬১টি কেন্দ্রে। এসব কেন্দ্রে মোট কক্ষ রয়েছে ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি। এর মধ্যে পুরুষ ভোটকক্ষ ১ লাখ ১৫ হাজার ১৩৭টি। মহিলা ভোট কক্ষ ১ লাখ ২৯ হাজার ৬০২টি।
নতুন রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চলতি সপ্তাহেই হবে বলে জানান ইসি সচিব।
আরও পড়ুন
- উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক
- ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ আজ
- মেট্রোরেল দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে ৫ লাখ, দেওয়া হবে চাকরি
- ন্যায় ব্যর্থ হলে শক্তিশালী রাষ্ট্রও ভেঙে পড়ে: প্রধান বিচারপতি
- ভোটকেন্দ্রে আনসার সদস্যরা প্রথম প্রতিরক্ষা স্তর হিসেবে দায়িত্ব পালন করবে : মহাপরিচালক
- পশ্চিম তীর দখলে বিল অনুমোদনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ
- আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই: প্রেস সচিব
- সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদল