খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাকিস্তান প্রধানমন্ত্রীর চিঠি
রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫ ১০:৩৭ এএম | আপডেট: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫ ১০:৩৭ এএম
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করে চিঠি পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
শনিবার (২৯ নভেম্বর) পাঠানো চিঠিতে তিনি লিখেছেন, আপনার (খালেদা জিয়া) সাম্প্রতিক অসুস্থতার খবর জেনে আমি গভীরভাবে উদ্বিগ্ন হয়েছি। পাকিস্তানের জনগণ ও সরকারের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমি আপনার দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য আন্তরিক দোয়া ও শুভকামনা জানাই।
‘বাংলাদেশের উন্নয়নে আপনার অসাধারণ অবদান সর্বত্র স্বীকৃত। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দৃঢ় ভ্রাতৃসুলভ সম্পর্ক এগিয়ে নিতে আপনার ভূমিকা আমরা গভীরভাবে মূল্যায়ন করি।
চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও লিখেছেন, আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া করি যেন আপনি দ্রুত ও সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন, যাতে আপনি আপনার দল এবং আপনার মহান জাতির জন্য শক্তি ও পথনির্দেশনার উৎস হিসেবে কাজ চালিয়ে যেতে পারেন।
আরও পড়ুন
- ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ছাড়াল ৪৪০
- আশ্রয় সংক্রান্ত সব সিদ্ধান্ত স্থগিত করলেন ডোনাল্ড ট্রাম্প
- হংকংয়ে বহুতল ভবনে ভয়াবহ আগুনে নিহত ৪৪
- বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহর এখন ঢাকা, পথম জাকার্তা
- আফগানিস্তানে পাকিস্তানের বোমা হামলায় নিহত ১০
- গত ২৪ ঘণ্টায় ভূমিকম্পে ৯১ বার কেঁপে উঠলো বিশ্ব
- লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারসহ নিহত ৫
- যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ফের ইসরায়েলি বিমান হামলা, নিহত অন্তত ২৪