1. »
  2. আন্তর্জাতিক
নিউইয়র্কের ইতিহাসে প্রথম মেয়র হিসেবে

পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নিলেন মামদানি

বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬ ০১:৩৮ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬ ০১:৩৮ পিএম

পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নিলেন মামদানি

আজ নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ নিলেন জোহরান মামদানি। ঐতিহ্য অনুযায়ী তিনি পবিত্র কোরআনের ওপর হাত রেখে শপথ নেন। নিউইয়র্ক সিটির ইতিহাসে তিনিই প্রথম কোরআন ছুঁয়ে শপথ নেয়া মেয়র।

তার মুখপাত্র জানিয়েছেন, আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) তার শপথগ্রহণ উপলক্ষে তিনি ইসলামের পবিত্র গ্রন্থ কোরআনের অন্তত তিনটি ভিন্ন সংস্করণ ব্যবহার করেছেন।

নিঃসন্দেহে নিউইয়র্কের মুসলিম অধিবাসিদের কাছে মুহূর্তটি গর্বের। এই দিনটিতে তিনি এক অনন্য ইতিহাস গড়েছেন। জোহরান মামদানি দক্ষিণ এশীয় বংশোদ্ভূত একজন মুসলিম। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো মুসলমান ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত নেতা নিউ ইয়র্ক শহরের মেয়র নির্বাচিত হয়েছেন। 

মামদানির আলাদা  দুটি শপথ  অনুষ্ঠানের একটি ব্যক্তিগত, মধ্যরাতের অনুষ্ঠানে তিনি তার দাদার ব্যবহৃত কোরআন শরিফ এবং বিখ্যাত কৃষ্ণাঙ্গ লেখক ও ইতিহাসবিদ আর্তুরো শোমবার্গের মালিকানাধীন একটি কোরআন ব্যবহার করেছেন।  এই কোরআনটি নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি থেকে ধার নেওয়া।

ব্যক্তিগত শপথগ্রহণ অনুষ্ঠানটি হয় পরিত্যক্ত ওল্ড সিটি হল সাবওয়ে স্টেশনে। পরে প্রকাশ্য অনুষ্ঠানে তিনি আরেকটি কোরআন ব্যবহার করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

রাজ্যের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস মধ্যরাতে মামদানিকে শপথ বাক্য পাঠ করান এবং ভার্মন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স দিনের শেষের দিকে গণতান্ত্রিক সমাজতান্ত্রিককে শপথ বাক্য পাঠ করান। বর্তমানে মেয়ররা শপথ গ্রহণের সময় ব্যক্তিগত অর্থ এবং ঐতিহাসিক তাৎপর্যসহ বিভিন্ন ধর্মীয় গ্রন্থ ব্যবহার করেন।

ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টস অব আমেরিকার সদস্য মামদানি নির্বাচনী প্রচারণার সময় তার ধর্মীয় বিশ্বাস নিয়ে কথা বলতে পিছপা হননি। অক্টোবরে এক বক্তব্যে তিনি বলেন, ‘প্রত্যেক মুসলমানের স্বপ্ন অন্য সব নিউইয়র্কবাসীর মতো সমানভাবে আচরণ পাওয়া। কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের বলা হয়েছে, কম প্রত্যাশা করতে এবং যেটুকু পাওয়া যায়, তাতেই সন্তুষ্ট থাকতে।’ একজন ইমামের সঙ্গে তোলা ছবিকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়ার সময়ই মামদানি এই মন্তব্য করেন।

মামদানি নিউইয়র্কের নানা ধর্ম, জাতি ও গোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতির প্রতি আফ্রো-লাতিনো লেখক আর্তুরো শমবার্গের কুরআন ব্যবহারের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান। শমবার্গের কাজ ও সংগ্রহ এক সময় হারলেম রেনেসাঁ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির মধ্যপ্রাচ্য ও ইসলামি শিক্ষা বিভাগের কিউরেটর হিবা আবিদ এ প্রসঙ্গে বলেন, ‘আমরা এমন একজন মুসলিম মেয়রকে শপথ নিতে দেখছি, যিনি কোরআন ব্যবহার করছেন, আবার যার জন্ম আফ্রিকার দেশ উগান্ডায়।’

সূত্র: সূত্র: নিউ হ্যাভেন রেজিষ্ট্রার