গণমাধ্যমে প্রচারিত আমাদের বিচ্ছেদের ঘটনা সত্য : তাহসান
রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬ ১১:০৬ এএম | আপডেট: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬ ১১:০৬ এএম
কদিন আগেই মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে গায়ক ও অভিনেতা তাহসান খানের বিয়ের এক বছর পূর্ণ হয়েছে। তবে এই এক বছরের মাথায় তাদের দাম্পত্য জীবন নিয়ে ছড়িয়ে পড়েছে নানা গুঞ্জন। এসব নিয়ে এবার একটি সংবাদমাধ্যমের সঙ্গে খোলামেলা কথা বলেছেন তাহসান।
নিজের শারীরিক ও মানসিক অবস্থার কথা উল্লেখ করে তাহসান জানান, অনেক দিন ধরেই তিনি ভালো নেই। তবে কেন ভালো নেই, সে বিষয়ে এখনই প্রকাশ্যে কিছু বলতে চান না। নিজের মানসিক অবস্থার কথা উল্লেখ করেন তিনি।
সম্প্রতি তাদের বিবাহবার্ষিকী উদযাপন নিয়ে যেসব খবর প্রকাশ হয়েছে, সেগুলোকে ‘ভুয়া’ বলে দাবি করেন তাহসান। তার ভাষ্য, তিনি কোনো অ্যানিভার্সারি সেলিব্রেশন করেননি এবং এ নিয়ে প্রকাশিত খবরগুলো সত্য নয়। একইভাবে একে অপরের জন্মদিন একসঙ্গে উদ্যাপনের খবরও অস্বীকার করেন তিনি।
তিনি বলেন, ‘সত্য বলতে আমাদের বিচ্ছেদের ঘটনা সত্য। এটা নিয়ে আমি বিস্তারিত কথা বলব।’
কবে এবং কেন বিচ্ছেদের সিদ্ধান্ত— এ বিষয়ে তাহসান বলেন, ‘সেটা অনেক বড় প্রসঙ্গ, এখন বলতে চাই না। সব চূড়ান্ত হলেই আমি জানাব।’
দীর্ঘ সময় ধরে দুজনের আলাদা থাকা নিয়ে এই গায়ক বলেন, ‘গত সেপ্টেম্বরে আমি অস্ট্রেলিয়া ট্যুরে আসি। সেই ট্যুরের আগে থেকেই আমরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছি। সেই সময় থেকেই আমি ফেসবুক ও গান থেকে দূরে রয়েছি। আমার সময় কাটছে একা ট্রাভেল করে। ঘোরাঘুরি করছি, এই। আর এই সময়ে আমার সঙ্গী বই। ঘুরছি আর বই পড়েই সময় চলে যাচ্ছে।’
তাহসান তার এই কঠিন সময় দ্রুত কাটিয়ে ওঠার জন্য সবার দোয়া কামনা করেন।
আরও পড়ুন
- জন্মদিনে বড় চমক নিয়ে আসছেন সালমান
- সব জটিলতার অবসান, আতিফ আসলামের কনসার্ট ১৩ ডিসেম্বর
- মারা গেছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র
- হঠাৎ গান ছাড়ার ঘোষণা দিলেন তাহসান
- বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
- হাসপাতালে ভর্তি বিজয় দেবরকোন্ডা
- আমি কখনোই এনসিপিকে সমর্থন করব না : সায়ান
- নারী নির্যাতন মামলায় সংগীত শিল্পী নোবেল গ্রেপ্তার