ইরানে সহিংসতায় ব্যাপক হতাহত, চিকিৎসা দিতে হিমশিম
রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬ ০২:৪৪ পিএম | আপডেট: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬ ০২:৪৪ পিএম
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে একের পর এক সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় এত মানুষ হতাহত হয়েছেন যে অনেক হাসপাতালে তিল ধারণের ঠাঁই নেই। তাদের চিকিৎসা দিতে গিয়ে রীতিমত হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকসহ হাসপাতালগুলোর কর্মীদের।
ইরানের তিনটি হাসপাতালের চিকিৎসকেরা বিবিসির সাথে কথা বলেছেন, তারা জানিয়েছেন, তাদের হাসপাতালগুলাে সংঘাত-সহিংসতায় আহত ও নিহতদের ভিড় সামলাতে সমস্যায় পড়ছে।
হতাহতদের বেশিরভাগের শরীরে গুলির ক্ষত রয়েছে বলে জানাচ্ছেন চিকিৎসকরা।
তেহরানের একটি হাসপাতালের একজন চিকিৎসক বিবিসিকে বলেন, "অনেক তরুণের মাথায় এবং বুকে সরাসরি গুলি লেগেছে।"
তেহরানের আরেকটি হাসপাতালের কর্মীরা বিবিসিকে জানিয়েছেন, শরীরে গুলি এবং রাবার বুলেটের ক্ষত নিয়ে আসা বহু মানুষকে চিকিৎসা দিয়েছেন তারা।
এদিকে, ইরানে সহিংস পদ্ধতিতে বিক্ষােভ দমনের জবাব সামরিক হামলার মাধ্যমে দেয়া হবে বলে শুক্রবার পুনরায় হুশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র।
ইরান অভিযােগ করেছে, দেশটির শান্তিপূর্ণ বিক্ষােভকে 'সহিংস নাশকতামূলক কর্মকাণ্ড এবং ব্যাপক ভাঙচুর' এর রূপ দিয়েছে যুক্তরাষ্ট্র।
ইরানের অভিযােগের জবাবে মি. ট্রাম্প সামাজিক মাধ্যমে লিখেছেন, "ইরান এখন 'স্বাধীনতা' চায়, হয়ত অন্য যেকােন সময়ের চেয়ে বেশি। যুক্তরাষ্ট্র তাদের সহায়তা করতে পুরােপুরি প্রস্তুত।
এছাড়া গতকাল চলমান বিক্ষোভ পরিস্থিতি নিয়িন্ত্রণে আনতে রেডলাইন জারি করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ডস (আইআরজিসি)।
আরও পড়ুন
- যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্দুক হামলায় নিহত ৬
- ইরানে বিক্ষোভ দমনে সেনাবাহিনীর 'রেডলাইন' ঘোষণা
- তেহরানে এক রাতেই ২০০ জনের বেশি বিক্ষোভকারী হত্যা
- 'আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই' : ট্রাম্প
- ইরানজুড়ে চলচছে চড়ম বিক্ষোভ, ইন্টারনেট সেবা বন্ধ
- শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন
- ভেনেজুয়ালার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন রদ্রিগেজ
- আমি অপহৃত, এখনো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট : মাদুরো