1. »
  2. মতামত

পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দেওয়ার ইঙ্গিত উর্দু কবি মুজতবা হোসেনের

বিডি প্রেস ডেস্ক রিপোর্ট বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯ ০৫:২২ পিএম | আপডেট: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯ ০৫:২২ পিএম

পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দেওয়ার ইঙ্গিত উর্দু কবি মুজতবা হোসেনের

 সংশোধিত নাগরিকত্ব আইন (ক্যাব) ও জাতীয় নাগরিক পঞ্জীর (এনআরসি) প্রতিবাদে ভারত সরকারের দেওয়া 'পদ্মশ্রী' পুরস্কার ফেরানোর ইঙ্গিত দিয়েছেন হায়দ্রাবাদ ভিত্তিক উর্দু লেখক ও কৌতুক শিল্পী মুজতবা হোসেন।

মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, 'যে গণতন্ত্রের জন্য আমি লড়াই করেছিলেন, তা আজ হামলার মুখে এবং বর্তমান কেন্দ্রীয় সরকারই সেই হামলা চালাচ্ছে। এই কারণে আমি নিজেকে সরকারের সঙ্গে সংযুক্ত করতে চাইছি না।'
 
মুজতবা হোসেন আরো বলেন, 'আমার এখন ৮৭ বছর বয়স। দেশের ভবিষ্যৎ নিয়ে আমি খুব উদ্বিগ্ন। যে সমাজ আমি আমার সন্তান ও পরবর্তী প্রজন্মের জন্য ছেড়ে যাচ্ছি তার জন্য আমি খুব উদ্বিগ্ন।'
উর্দু সাহিত্যে বিশেষ অবদানের জন্য ২০০৭ সালে ভারত সরকারের পক্ষ থেকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয় মুজতবা হোসেনকে। ৮৩ বছর বয়সী এই লেখক একাধিক বই লিখেছেন। বেশ কয়েকটি রাজ্যের স্কুলের পাঠ্যসূচিতেও পড়ানো হয় তার লেখা বই। ভারতীয় উপমহাদেশে উর্দু লেখকদের মধ্যে তিনি অন্যতম। তার একাধিক উর্দু লেখা হিন্দি, ইংরেজি এবং অন্যান্য ভাষাতেও অনুবাদ করা হয়েছে।