1. »
  2. মতামত

করোনাভাইরাস আতঙ্কে হংকংয়ে আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী বাতিল

বিডি প্রেস ডেস্ক রিপোর্ট রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২০ ০৫:২৯ পিএম | আপডেট: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২০ ০৫:২৯ পিএম

করোনাভাইরাস আতঙ্কে হংকংয়ে আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী বাতিল

 প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কে হংকংয়ে আগামী ১৭ থেকে ২১ মার্চ অনুষ্ঠেয় আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীর আয়োজন বাতিল করা হয়েছে। চিত্র প্রদর্শনী আয়োজনের এই বৈশ্বিক প্লাটফর্মই হংকংয়ে অনুষ্ঠেয় প্রদর্শনী বাতিলের ঘোষণা দিয়েছে। ২৪১ ব্যক্তি-প্রতিষ্ঠান এ মেলায় অংশ নেয়ার কথা ছিল।

হংকং কনভেনশন ও এক্সিবিশন সেন্টারে এ মেলার আয়োজন করেছিল আর্ট বেসেল।
আয়োজনটি নিয়ে কয়েক সপ্তাহ ধরে নানা গুঞ্জন ছড়ানোর পর আর্ট বেসেল বলছে, দ্রুত ছড়িয়ে পড়া করোনাভাইরাস জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে ওঠায় হংকংয়ের প্রদর্শনী বাতিল করা হচ্ছে।