1. »
  2. অর্থ বাণিজ্য

সিদ্ধ চালে ২০ শতাংশ রপ্তানি শুল্ক বাড়ালো ভারত, বাংলাদেশকে আলাদা সরবরাহের আশ্বাস

রবিবার, ২৭ আগস্ট, ২০২৩ ০৬:৩৩ পিএম | আপডেট: রবিবার, ২৭ আগস্ট, ২০২৩ ০৬:৩৫ পিএম

সিদ্ধ চালে ২০ শতাংশ রপ্তানি শুল্ক বাড়ালো ভারত, বাংলাদেশকে আলাদা সরবরাহের আশ্বাস

বাসমতি চাল বিদেশে রপ্তানি বন্ধ করার পর, পেঁয়াজে রপ্তানি শুল্ক ৪০ শতাংশ বৃদ্ধির পর এবার সিদ্ধ চাল। ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে, যে কোনও ধরনের সিদ্ধ চালেই বাড়তি রপ্তানি শুল্ক দিতে হবে ২০ শতাংশ। 

পেঁয়াজে ৪০ শতাংশ রপ্তানি শুল্ক বাড়ানোর ফলটি অবশ্য খুব প্রীতিপ্রদ হয়নি। মহারাষ্ট্রের পেঁয়াজ উৎপাদকরা কার্যত ধর্মঘট করেছিলেন। বাধ্য হয়ে ভারত সরকার বেশি দাম দিয়ে তাদের কাছ থেকে দু'লক্ষ মেট্রিক টন পেঁয়াজ কিনতে বাধ্য হয়।

এবার চালের ক্ষেত্রে এই ধরনের অবস্থা হলে বিস্ময়ের কিছু থাকবে না। ভারতের এই সিদ্ধান্তের ফলে সমস্যায় পড়তে পারে ইউরোপের কিছু দেশ এবং বাংলাদেশ। 

বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এই ব্যাপারে ভারতের বাণিজ্য মন্ত্রী পীযুষ গয়ালের দৃষ্টি আকর্ষণ করলে তিনি জানান যে, বাংলাদেশে চাল, গম, নুন, তেলের মতো অতি প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের জন্যে আলাদা একটি পরিষেবা শীঘ্রই চালু করা হবে। টিপু মুনশি তার ভারতীয় কাউন্টারপার্টকে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।