1. »
  2. অর্থ বাণিজ্য

ভারতীয় কোম্পানির ২৬ মিলিয়ন ডলার জব্দ যুক্তরাষ্ট্রের, সন্দেহ রাশিয়ার সঙ্গে লেনদেন

বুধবার, ৩০ আগস্ট, ২০২৩ ০৩:৩০ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩ ০১:২৬ এএম

ভারতীয় কোম্পানির ২৬ মিলিয়ন ডলার জব্দ যুক্তরাষ্ট্রের, সন্দেহ রাশিয়ার সঙ্গে লেনদেন

ভারতের দুই কোম্পানির ২৬ মিলিয়ন ডলার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। নয়া দিল্লি এরইমধ্যে ওই অর্থ ছেড়ে দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে বলে জানা গেছে। দুই সূত্রের বরাত দিয়ে প্রকাশিত টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়, মূলত রাশিয়ার হীরা কোম্পানি আলরোসার সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগেই ভারতের ওই দুই কোম্পানির বিপুল পরিমাণ অর্থ আটকে দেয় ওয়াশিংটন। এ বছরের শুরুর দিকেই এই অর্থ জব্দ করার নির্দেশ দিয়েছিল যুক্তরাষ্ট্রের ‘অফিস অব ফরেন এসেটস কন্ট্রোল’ বা ওএফএসি। 

গত বছর রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর ভারতীয় কোনো কোম্পানির বিরুদ্ধে এ সংক্রান্ত কোনো ব্যবস্থা গ্রহণের এটাই প্রথম ঘটনা। জানা গেছে, ওই ভারতীয় কোম্পানিগুলোর সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ইউনিটগুলো অমসৃণ হীরা কেনার জন্য অর্থ স্থানান্তর করার চেষ্টা করছিল। ঠিক সে সময়ই যুক্তরাষ্ট্র সেই অর্থ জব্দ করে। 

ভারতের একটি সরকারি সূত্র বলেছে, সরকার ওএফএসির পদক্ষেপ সম্পর্কে জ্ঞাত রয়েছে এবং এ ব্যাপারে আলোচনা শুরু করেছে। সংশ্লিষ্ট ভারতীয় কোম্পানিগুলো যদিও অর্থ জব্দ হওয়া নিয়ে সরকারকে দুইটি কারণ দেখিয়েছে। এগুলো হচ্ছে, হয়ত নিষেধাজ্ঞার আওতায় নেই রাশিয়ার এমন প্রতিষ্ঠানকে অর্থ দেয়া হচ্ছিল, তারপরেও যুক্তরাষ্ট্র তাদের অর্থ জব্দ করেছে। কিংবা গত বছরের এপ্রিলে আলরোসার ওপর দেয়া নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগেই হীরা কেনার আদেশ দেয়া হয়েছিল।

উল্লেখ্য, রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত আলরোসা বিশ্বের সবচেয়ে বড় অমসৃণ হীরা উৎপাদনকারী কোম্পানি। তাদের কাছে এ নিয়ে ইমেইল পাঠানো হলেও তারা এর কোনো উত্তর দেয়নি।

এছাড়া ভারতের বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মার্কিন অর্থ বিভাগও এ নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।