1. »
  2. খেলার মাঠ

চট্টগ্রাম টেস্টে হাথুরুকে পাচ্ছে না টাইগাররা

বুধবার, ২৭ মার্চ, ২০২৪ ০৫:২৪ পিএম | আপডেট: বুধবার, ২৭ মার্চ, ২০২৪ ০৬:৪৬ পিএম

চট্টগ্রাম টেস্টে হাথুরুকে পাচ্ছে না টাইগাররা

দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগেই বাংলাদেশ শিবিরে বড় দুঃসংবাদ দেখা দিয়েছে। দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে ছাড়াই দ্বিতীয় টেস্ট খেলতে হবে সাকিব-শান্তদের। ব্যক্তিগত প্রয়োজনে জরুরিভিত্তিতে অস্ট্রেলিয়ায় যেতে হচ্ছে লঙ্কান এই কোচকে।

আজ বুধবার (২৭ মার্চ) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর অনেকটা আত্মবিশ্বাস নিয়েই সিলেট টেস্টে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। তবে সেই আত্মবিশ্বাস চূর্ণ-বিচর্ণ হতেও সময় লাগেনি। সফরকারীদের হাতে রীতিমতো ভরাডুবি হতে হয় নাজমুল হোসেন শান্তর দলের। এবার বাংলাদেশের সামনে লড়াই চট্টগ্রামে হওয়া দ্বিতীয় টেস্ট জিতে সমতায় ফেরা। 

৩০ মার্চ চট্টগ্রামের সাগরিকায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। তবে সেই সময়ে অস্ট্রেলিয়ায় অবস্থান করবেন বাংলাদেশের প্রধান কোচ হাথুরুসিংহে। ব্যক্তিগত দরকারে জরুরি ভিত্তিতে তাকে অস্ট্রেলিয়ায় যেতে হচ্ছে। তার অবর্তমানে সহকারী কোচ নিক পোথাস প্রধান কোচের দায়িত্ব পালন করবেন বলে বিসিবি সেই বিজ্ঞপ্তিতে জানিয়েছেন। বিসিবি ছুটি চলাকালীন সময়ে হাথুরুসিংহের চাহিদা ও ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সকলকে সম্মান রাখতে অনুরোধ করেছে।

এদিকে প্রথম টেস্টের ভেন্যু সিলেট থেকে আজ বাংলাদেশ দলের চট্টগ্রাম যাওয়ার কথা। চট্টগ্রাম টেস্ট দিয়ে দলে ফেরা সাকিব আল হাসান ও হাসান মাহমুদ আগামীকাল সকালে দলের সঙ্গে যোগ দেবেন।

এছাড়াও এই টেস্টের প্রস্তুতির জন্য দুই দিন সময় পাবে বাংলাদেশ। প্রধান কোচ হাথুরুসিংহেকে ছাড়াই বাংলাদেশ দলের খেলোয়াড়দের সেই প্রস্তুতিটা নিতে হবে।