দ্বিতীয় টেস্ট : টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
শনিবার, ৩০ মার্চ, ২০২৪ ১২:০১ পিএম | আপডেট: শনিবার, ৩০ মার্চ, ২০২৪ ০১:০২ পিএম

সিলেটে প্রথম টেস্ট হারের পর এবার শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ। সিরিজের দ্বিতিয় ও শেষ টেস্টে চট্টগ্রাম জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতেছে শ্রীলঙ্কা। টসে জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছে শ্রীলঙ্কা।
প্রথম টেস্টের দলে ছিলেন না সাকিব আল হাসান। চট্টগ্রাম টেস্ট দিয়েই দীর্ঘদিন পর জাতীয় দলের হয়ে মাঠে ফিরছেন তিনি। এদিকে টেস্ট দলে অভিষেক হয়েছে হাসান মাহমুদের।
অন্যদিকে সিলেট টেস্টে শরিফুল ইসলাম এবং নাহিদ রানা টাইগারদের একাদশে ছিলেন। তবে দ্বিতীয় টেস্টের একাদশে জায়গা হয়নি তাদের। তাদের বদলে শাহাদাত হোসেন এবং হাসান মাহমুদ একাদশে এসেছেন। সফরকারীদের একাদশে কাসুন রাজিথার ইনজুরিতে আসিথা ফার্নান্দো জায়গা পেয়েছেন।
টসের সময় হাসানের অভিষেকের কথা জানিয়েছেন শান্ত।
বাংলাদেশ দল : মাহমুদুল হাসান, জাকির হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মুমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও হাসান মাহমুদ।
শ্রীলঙ্কা দল : দিমুথ করুনারত্নে, নিশান মাদুশকা, কুসল মেন্ডিস (উইকেটরক্ষক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, প্রবাথ জয়সুরিয়া, অসিথা ফার্নান্দো, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো।
আরও পড়ুন
- ব্যাট হাতে ইতিহাস গড়লেন লিটন
- অবসরের ঘোষণা দিলেন মিচেল স্টার্ক
- বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা তামিমের
- নেইমারকে ছাড়াই ব্রাজিল দল ঘোষণা
- আরাফাত রহমান কোকো: এক নিভৃতচারী অমর ক্রীড়াশিল্পী : ড. মোর্শেদ হাসান খান
- এমবাপ্পেই পাচ্ছেন রিয়ালের ১০ নম্বর জার্সি
- সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ
- পাকিস্তানকে উড়িয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু টাইগারদের