চ্যাম্পিয়ন্স ট্রফি : বিশাল লক্ষ্য তাড়া করে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয়
রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫ ০৯:৫০ এএম | আপডেট: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫ ০৯:৫০ এএম

চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেছে অস্ট্রেলিয়ার তিন তারকা পেসার মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড ও প্যাট কামিন্স। তাই তরুণ পেস ইউনিট নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল অজিরা। বোলিং লাইন দুর্বল হওয়ায় টস জিতে আগে ফিল্ডিং নিয়েছিল অজিরা। আর এই সুযোগে চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসের সর্বোচ্চ ৩৫১ রানের পুঁজি পেয়েছিল ইংল্যান্ড।
গতকাল শনিবার (২২ ফেব্রুয়ারি) টস জিতে আগে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াকে পাহাড় সমান ৩৫২ রানের লক্ষ্য দিয়েছিল ইংল্যান্ড। জবাব দিতে নেমে ১৫ বল এবং ৫ উইকেট হাতে থাকতেই জয় তুলে নিয়েছে অজিরা।
লক্ষ্য বড় হলেও অজি অধিনায়ক স্মিথ ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়ে যে ভুল করেনি তা প্রমাণ করে দিয়েছেন তার সতীর্থরা। জবাব দিতে নেমে দুর্দান্ত ব্যাটিং করে ইতিহাস গড়ে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে এটিই সবচেয়ে বড় জয় চেজ করে।
এর আগে ২০১৭ সালে ভারতের দেওয়া ৩২২ রানের জবাব দিতে নেমে জয় তুলে নিয়েছিল শ্রীলঙ্কা। এটি এখন দুই মেনে এসেছে, আর তৃতীয়তে রয়েছে বাংলাদেশ ও ইংল্যান্ড ম্যাচ। একই আসরে ৩০৬ রানের জবাবে ৮ উইকেটের জয় পেয়েছিল ইংল্যান্ড। তবে অস্ট্রেলিয়ার এই জয় সব রেকর্ড ভেঙে দিয়েছে।
আরও পড়ুন
- ব্যাট হাতে ইতিহাস গড়লেন লিটন
- অবসরের ঘোষণা দিলেন মিচেল স্টার্ক
- বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা তামিমের
- নেইমারকে ছাড়াই ব্রাজিল দল ঘোষণা
- আরাফাত রহমান কোকো: এক নিভৃতচারী অমর ক্রীড়াশিল্পী : ড. মোর্শেদ হাসান খান
- এমবাপ্পেই পাচ্ছেন রিয়ালের ১০ নম্বর জার্সি
- সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ
- পাকিস্তানকে উড়িয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু টাইগারদের