অভ্যুত্থানে শহীদের মেয়েকে ধর্ষণ, মূল হোতা গ্রেপ্তার
শুক্রবার, ২১ মার্চ, ২০২৫ ১২:১১ পিএম | আপডেট: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫ ১২:১১ পিএম
গণ-অভ্যুত্থানে এক শহীদের মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় মূল হোতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আজ শুক্রবার ভোরে পিরোজপুরের নাজিপুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সায়েদুল ইসলাম।
গ্রেপ্তারকৃত আসামির নাম সিফাত মুন্সি। তিনি স্থানীয় সোহাগ মুন্সির ছেলে।
ঘটনার পর থেকে পলতাক ছিলেন সিফাত। এর আগে এই মামলায় সাকিব মুন্সি নামের আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে নাজিরপুর থেকে এক আত্মীয়র বাসা থেকে তথ্য-প্রযুক্তির মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হন ধর্ষণের শিকার মেয়েটির বাবা। ১০ দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত ১৮ মার্চ সন্ধ্যার দিকে বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ি যাওয়ার পথে রাস্তা থেকে তুলে নিয়ে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। এ ঘটনায় দুমকি থানায় মামলা করেছে মেয়েটির পরিবার।
আরও পড়ুন
- মেট্রোরেল চলাচল স্বাভাবিক
- দেশজুড়ে টানা ৫ দিন বর্ষণের আভাস, কমতে পারে তাপমাত্রা
- নিজেই বাসের টিকিট কেটে পঞ্চগড় গেছেন সেই খতিব: জিএমপি
- মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত কালামের দাফন সম্পন্ন
- মেট্রোলাইনের বিয়ারিং প্যাড মাথায় পড়ে পথচারী নিহত, মেট্রো চলাচল বন্ধ
- ঢাকার বাতাসে গ্যাসের গন্ধে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান তিতাসের
- যমুনা রেলসেতুর পিলারে ফাটলের ছবি ভাইরাল, যা বলছে কর্তৃপক্ষ
- জেনেভা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, নিহত ১