মেট্রোলাইনের বিয়ারিং প্যাড মাথায় পড়ে পথচারী নিহত, মেট্রো চলাচল বন্ধ
রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫ ০১:৪৭ পিএম | আপডেট: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫ ০২:০২ পিএম
রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো লাইনের বেয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারী যুবকের নিহত হয়েছেন। এ ঘটনার পর থেকে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। তবে পুলিশ প্রাথমিকভাবে নিহত যুবকের নামপরিচয় জানাতে পারেনি।
আজ রবিবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে দুর্ঘটনায় ঘটনাস্থলেই ওই পথচারীর মারা যায় বলে জানান তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন।
তিনি বলেন, ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনের ফুটপাত দিয়ে এক পথচারী হেঁটে যাচ্ছিলেন। এমন সময় উপর থেকে বেয়ারিং প্যাড তার মাথার উপরে পড়লে তিনি স্পট ডেড হন।
এ বিষয়ে তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, আমরা বেয়ারিং প্যাড পড়ে যাওয়ার বিষয়টি স্টেশন কর্তৃপক্ষকে অবগত করেছি। বর্তমানে মেট্রো চলাচল বন্ধ রয়েছে।
মরদেহ উদ্ধার করে এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেয়ারিং পড়ে একজন মারা যাওয়ার পাশাপাশি ফুটপাতে একটি চায়ের দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে গত ১৮ সেপ্টেম্বর ঢাকার ফার্মগেট ও বিজয় সরণির একটি অংশে মেট্রো লাইনের ভায়াডাক্টের চারটি স্প্রিং থেকে একটি স্প্রিং সরে যায়।
উল্লেখ্য, বেয়ারিং প্যাড বিশেষ ধরনের রাবার দিয়ে তৈরি উপাদান, যা পিয়ার ও ভায়াডাক্টের সংযোগস্থলে বসানো হয়।
আরও পড়ুন
- শিশু সাজিদের দাফন সম্পন্ন, জানাজায় মানুষের ঢল
- রাজধানীতে সিটি কর্পোরেশনের গাড়ির ধাক্কায় ২ শিক্ষার্থী নিহত
- এখনো উদ্ধার করা যায়নি রাজশাহীতে কূপে পড়া শিশু স্বাধীনকে
- আগামীকাল থেকে মেট্রোরেলে যাত্রী সেবা বন্ধ ঘোষণা
- রাজধানীর মোহাম্মদপুরে মা-মেয়েকে নির্মমভাবে কুপিয়ে হত্যা, গৃহকর্মী পলাতক
- পাবনায় পানিতে চুবিয়ে ৮ কুকুরছানা হত্যা, গ্রেপ্তার ১
- কুড়িগ্রামে পারিবারিক বিরোধের জেরে সংঘর্ষ, ৩ জন নিহত
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ