1. »
  2. সমগ্র দেশ

গুম কমিশনে জমা পড়েছে ১৮০০ অভিযোগ

মঙ্গলবার, ১৩ মে, ২০২৫ ১২:১১ পিএম | আপডেট: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫ ০৫:২৫ পিএম

গুম কমিশনে জমা পড়েছে ১৮০০ অভিযোগ

বিগত আওয়ামী লীগ সরকার টানা ১৫ বছরের বেশি সময় ক্ষমতায় থাকাকালে অসংখ্য মানুষকে গুম করেছে বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে বর্তমান অন্তর্বর্তী সরকার একটি গুমসংক্রান্ত তদন্ত কমিশন করে দিয়েছে। সেই কমিশনে ইতোমধ্যে ১৮০০ অভিযোগ জমা পড়েছে বলে জানিয়েছেন কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। কমিশন সব অভিযোগ পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (১২ মে) রাজধানীর গুলশানে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা রবার্ট এফ. কেনেডির (আরএফকে) উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে এলে তিনি এই কথা জানান।

গুমসংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী প্রতিনিধি দলের সদস্যদের স্বাগত জানান এবং কমিশনের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

আরএফকের সভাপতি কেরি কেনেডির নেতৃত্বে ভাইস-প্রেসিডেন্ট (ইন্টারন্যাশনাল এডভোকেসি অ্যান্ড লিটিগেশন) অ্যান্জেলিটা বেয়েনস এবং অ্যাটর্নি স্টাফ (এশিয়া) ক্যাথরিন কুপারের সমন্বয়ে তিন  সদস্যের একটি প্রতিনিধি দল গুম কমিশন কার্যালয়ে আসে।

সাক্ষাৎকালে প্রতিনিধি দলের সদস্যরা কমিশনের কাজের ভূয়সী প্রশংসা করেন। তারা গুমের প্রতিটি ঘটনার তদন্ত, অভিযুক্তদের বিচার প্রক্রিয়া ত্বরান্বিতকরণ এবং প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সুষ্ঠু তদন্তের জন্য কমিশনের কার্যক্রম চলমান থাকা জরুরি বলে উল্লেখ করেন। এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার আশাও ব্যক্ত করেন।

ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই বৈঠকে কমিশনের সদস্য মো. নূর খান, মো. সাজ্জাদ হোসেন এবং ড. নাবিলা ইদ্রিস উপস্থিত ছিলেন।