কুড়িগ্রামে পারিবারিক বিরোধের জেরে সংঘর্ষ, ৩ জন নিহত
রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫ ০৩:২৬ পিএম | আপডেট: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫ ০৩:২৬ পিএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন।
আজ রোববার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের হাইলাটারী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে ১৬ শতক জমি নিয়ে বিরোধের জেরে স্থানীয় আলতাফ হোসেন ও এরশাদ আলীর অনুসারীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা করে। এতে নিহত হন মানিক মুন্সির ছেলে এরশাদ আলী (৪২), মানিকের বোন কুলছুম বেগম (৫৫) এবং বাচ্চা মিয়ার ছেলে কাওছার মিয়া। দুজন ঘটনাস্থলে এবং একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
এ ঘটনায় আহত অন্তত ১০ জনকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নূর মোহাম্মদ নামে একজন এবং তার বড় ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরও পড়ুন
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
- শাহবাগে বাংলাদেশ মেডিকেল হাসপাতালে আগুন
- পাঁচ ঘন্টা পর নিয়ন্ত্রণে কড়াইল বস্তির আগুন, গৃহহীন শত শত মানুষ
- ভূমিকম্পের পর ঢাকায় ৩০০টি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত
- ছোট ছোট কম্পন বড় ভূমিকম্পের ইঙ্গিত!
- তারেক রহমানের জন্মদিনে 'রক্তস্পন্দনের' বৃদ্ধাশ্রমে চিকিৎসা সহায়তা প্রদান
- ভয়াবহ ভূমিকম্পে রাজধানীতে ৩ জনের মৃত্যু, আহত শতাধিক
- হাসিনার রায় ঘিরে রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার