ছাত্র আন্দোলনের নেত্রীকে হত্যা-ধর্ষণের হুমকি বৈষম্যবিরোধী ৩ নেতার
বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫ ১১:৪২ এএম | আপডেট: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫ ১১:৫৩ এএম
 
                        বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক কমিটির সদস্যসচিব নুরুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের হুমকির অভিযোগে মামলা হয়েছে। মামলাটি করেছেন একই সংগঠনের এক নেত্রী।
গতকাল বুধবার (১৪ মে) মেট্রোপলিট্রন ম্যাজিস্ট্রেট ২য় আদালতে মামলটি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটির যুগ্ম সংগঠকে সুমাইয়া আক্তার।
মামলার অন্য তিন আসামি হলেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক সালমান আহমদ ওরফে খুরশেদ (২৭), যুগ্ম সদস্যসচিব ফখরুল হাসান (২৫) ও রেদোয়ান মুনসি (২৬)।
মামলার আবেদনে ওই নেত্রী অভিযোগ করেন, তিনি আসামিদের কাছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তহবিলের হিসাব চান। এ নিয়ে তারা তার ওপর ক্ষুব্ধ হন এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। গত ১০ এপ্রিল আসামিরাসহ অজ্ঞাতনামা ৭ থেকে ৮ জন সুমাইয়াকে লাঞ্ছিত করেন। পরে ৭ মে তাকে অপহরণ, খুন ও ধর্ষণের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি গত ৮ মে সিলেট মহানগরের কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে মামলাটি করেছেন।
বাদীর আইনজীবী ওয়াহিদুর রহমান বলেন, বিচারক মামলাটি আমলে নিয়ে কোতোয়ালি মডেল থানার পরিদর্শককে (তদন্ত) তদন্তের নির্দেশ দিয়েছেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক বলেন, এরকম কোন কিছু এখনো আমাদের কাছে আসেনি। কোর্ট থেকে আসলে বিস্তারিত বলতে পারবো।
আরও পড়ুন
- মেট্রোরেল চলাচল স্বাভাবিক
- দেশজুড়ে টানা ৫ দিন বর্ষণের আভাস, কমতে পারে তাপমাত্রা
- নিজেই বাসের টিকিট কেটে পঞ্চগড় গেছেন সেই খতিব: জিএমপি
- মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত কালামের দাফন সম্পন্ন
- মেট্রোলাইনের বিয়ারিং প্যাড মাথায় পড়ে পথচারী নিহত, মেট্রো চলাচল বন্ধ
- ঢাকার বাতাসে গ্যাসের গন্ধে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান তিতাসের
- যমুনা রেলসেতুর পিলারে ফাটলের ছবি ভাইরাল, যা বলছে কর্তৃপক্ষ
- জেনেভা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, নিহত ১
 
                 
                 
                             
                             
                            