হাজারীবাগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা
শনিবার, ১৭ মে, ২০২৫ ১১:৪৯ এএম | আপডেট: শনিবার, ১৭ মে, ২০২৫ ১১:৪৯ এএম

রাজধানীর হাজারীবাগ জিগাতলা এলাকায় সামিউর রহমান আলভি (২৩) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় তার তিন বন্ধু– রাব্বী, জাকারিয়া এবং ইসমাইল আহত হয়েছেন।
গতকাল শুক্রবার (১৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলভী ধানমন্ডি ড. মালিকা বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় আলভী ও তার বন্ধুরা আড্ডা দিচ্ছিলেন। সে সময় ২০ থেকে ২৫ জন যুবক ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর আকস্মিকভাবে হামলা চালায়। হামলায় আলভী গুরুতরভাবে আহত হন।
আলভীর বন্ধু মো. ইসমাইল হোসেন জানান, হামলার পর প্রথমে আলভীকে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত ১০টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আলভীকে মৃত ঘোষণা করেন। হামলার কারণ সম্পর্কে তারা অবগত নন বলেও দাবি করেন তিনি।
নিহতের মামী মাহি আক্তার জানিয়েছেন, আলভীর গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায় এবং তার বাবার নাম মশিউর রহমান। তিনি পরিবারের সাথে হাজারীবাগের বিজিবি ৫ নম্বর গেট সংলগ্ন প্রেম গলিতে বসবাস করতেন। পড়াশোনার পাশাপাশি আলভী গুলিস্তানের একটি মার্কেটেও কাজ করতেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জিগাতলা এলাকা থেকে স্বজনরা ওই শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের পিঠে ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন
- টঙ্গীতে ড্রেনে পড়ে নারী নিখোঁজের ৩৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার
- কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে ৬০ কিমি. বেগে ঝড়ের আভাস
- রাঙামাটির পাহাড়ে গোলাগুলি, চলছে সেনাবাহিনীর অভিযান
- সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা
- প্রথমে পুলিশ নিয়ে বাসায়, হুমকি দিয়ে ১০ লাখ টাকা নেন বৈষম্যবিরোধী নেতারা
- মাইলস্টোন ট্র্যাজেডি: মৃত্যুর কাছে হার মানলো সপ্তম শ্রেণির শিক্ষার্থী আয়ানও
- আশুলিয়ায় অষ্টম শ্রেণির ছাত্রীকে দোকানে আটকে পালাক্রমে ধর্ষণ, আটক ৩
- দেশের ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস