ছয় সীমান্ত দিয়ে ১০৫ জনকে পুশইন করেছে বিএসএফ
শুক্রবার, ২৩ মে, ২০২৫ ১০:১৯ এএম | আপডেট: শুক্রবার, ২৩ মে, ২০২৫ ১১:০২ এএম

দেশের ছয় জেলার সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১০৫ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
এর মধ্যে ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ৩৯ জন, পঞ্চগড় সদর উপজেলার জয়ধরভাঙ্গা বড়বাড়ি সীমান্ত দিয়ে ২১ জন, লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে ২০ জন, কুমিল্লা সীমান্ত দিয়ে ১৩ জন, মৌলভীবাজার সীমান্ত দিয়ে ৭ জন এবং খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ৫ জনকে পুশইন করা হয়।
গত বুধবার (২১ মে) দিবাগত রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এসব পুশইনের ঘটনা ঘটে। পরে ওই ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো সংবাদে-
ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৩৯ জনকে পুশইন করেছে বিএসএফ। বৃহস্পতিবার (২২ মে) ভোরে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় বাসিন্দারা তাদের আটক করে বিজিবির হাতে সোপর্দ করেছে। আটককৃতরা কুড়িগ্রাম জেলার বাসিন্দা।
বিজিবি জানায়, বৃহস্পতিবার ভোরে ছাগলনাইয়া উপজেলার যশপুর ও ফুলগাজীর খেজুরিয়া সীমান্তে ৩৯ জনকে পুশইন করে বিএসএফ। একই সময় তাদের আটক করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে জানিয়েছেন।
এ ব্যাপারে বিজিবির ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ৪ বিজিবির আওতাধীন সীমান্ত এলাকায় ৬ জন পুরুষ, ৫ জন নারী ও ১৩ জন শিশুসহ ২৪ জনকে আটক করা হয়েছে। একই সময় ১০ বিজিবি আওতাধীন সীমান্তে ১৫ জনকে আটক করা হয়েছে। তাদের ছাগলনাইয়া ও ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন
- টঙ্গীতে ড্রেনে পড়ে নারী নিখোঁজের ৩৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার
- কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে ৬০ কিমি. বেগে ঝড়ের আভাস
- রাঙামাটির পাহাড়ে গোলাগুলি, চলছে সেনাবাহিনীর অভিযান
- সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা
- প্রথমে পুলিশ নিয়ে বাসায়, হুমকি দিয়ে ১০ লাখ টাকা নেন বৈষম্যবিরোধী নেতারা
- মাইলস্টোন ট্র্যাজেডি: মৃত্যুর কাছে হার মানলো সপ্তম শ্রেণির শিক্ষার্থী আয়ানও
- আশুলিয়ায় অষ্টম শ্রেণির ছাত্রীকে দোকানে আটকে পালাক্রমে ধর্ষণ, আটক ৩
- দেশের ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস