গাজীপুরে চোর সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
সোমবার, ২৬ মে, ২০২৫ ১২:০৮ পিএম | আপডেট: সোমবার, ২৬ মে, ২০২৫ ১২:০৮ পিএম

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর আমতলা (পারিজাত) এলাকায় মোবাইল চুরির সন্দেহে এক ফল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আব্দুল হক নামে আরেক ব্যক্তি।
গতকাল রবিবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জুয়েল তালুকদার (৪৩) নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার সদরের কছিমুদ্দিন তালুকদারের ছেলে। তিনি গত ছয় বছর ধরে কোনাবাড়ীর আমতলা এলাকায় ভাড়া থেকে গার্মেন্টে চাকরি করতেন। জন্ডিসে আক্রান্ত হয়ে চাকরি ছেড়ে দিয়ে সম্প্রতি মৌসুমি ফল বিক্রি করতেন।
কোনাবাড়ী থানার ওসি সালাহউদ্দিন জানান, স্থানীয় একটি বাসা থেকে মোবাইল চুরির ঘটনায় ওই বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ দেখে আব্দুল হকের মেয়েকে শনাক্ত করা হয়। রবিবার সকালে মেয়েটি আবার একই বাসায় গেলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
সে স্বীকার করে মোবাইল চুরির ঘটনায় নিহত জুয়েল ও তার বাবা আব্দুল হক জড়িত ছিলেন। তারা মোবাইলটি বিক্রি করে দিয়েছেন। এ খবরে উত্তেজিত এলাকাবাসী জুয়েল ও আব্দুল হককে ধরে পিটুনি দিলে ঘটনাস্থলেই জুয়েল মারা যান। আহত আব্দুল হককে আশঙ্কাজনক অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আরও পড়ুন
- টঙ্গীতে ড্রেনে পড়ে নারী নিখোঁজের ৩৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার
- কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে ৬০ কিমি. বেগে ঝড়ের আভাস
- রাঙামাটির পাহাড়ে গোলাগুলি, চলছে সেনাবাহিনীর অভিযান
- সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা
- প্রথমে পুলিশ নিয়ে বাসায়, হুমকি দিয়ে ১০ লাখ টাকা নেন বৈষম্যবিরোধী নেতারা
- মাইলস্টোন ট্র্যাজেডি: মৃত্যুর কাছে হার মানলো সপ্তম শ্রেণির শিক্ষার্থী আয়ানও
- আশুলিয়ায় অষ্টম শ্রেণির ছাত্রীকে দোকানে আটকে পালাক্রমে ধর্ষণ, আটক ৩
- দেশের ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস