গ্যাস সংকট, সন্ধ্যার মধ্যে উন্নতি হবে : জ্বালানি উপদেষ্টা
বিডি প্রেস ডেস্ক রিপোর্ট শনিবার, ৩১ মে, ২০২৫ ০৩:০৯ পিএম | আপডেট: শনিবার, ৩১ মে, ২০২৫ ০৩:০৯ পিএম
গাজীপুরসহ দেশের শিল্প খাতের গ্যাস সংকট সন্ধ্যার মধ্যে উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ ও জ্বালানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
শনিবার (৩১ মে) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় কারখানায় সরবরাহ করা তিতাস গ্যাস সংকট পরিস্থিতি পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
জ্বালানি উপদেষ্টা বলেন, আমি কারখানায় গ্যাস ও বিদ্যুতের পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে এসেছি। গ্যাস সরবরাহ নিয়ে কারখানা মালিকদের যে অভিযোগ তার কিছুটা সত্যতা পাওয়া গেছে। এটা আমরা শনাক্ত করার চেষ্টা করছি, এজন্য অতিরিক্ত এলএনজি আনছি। একটা কার্গো এসেছে, ঝড়ো হাওয়ার জন্য তা ডকিং করা যায়নি। এখন এটা ডকিং করছে, আমরা আশা করছি সন্ধ্যার মধ্যে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতি ঘটবে। এটা আমরা মনিটরিং করবো।
তিনি বলেন, সব জায়গাতেই তিতাসের অবৈধ সংযোগ রয়েছে। এর জন্য তিতাসের যেসব লোকজন দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। এ বিষয়ে গণহারে অবৈধ সংযোগ বিচ্ছিন্নের অভিযান জোরদার করা হবে।
এ সময় তার সঙ্গে স্থানীয় টাওয়াল টেক্স কারখানার ব্যবস্থাপনা পরিচালক এম শাহাদাত হোসেন সোহেলসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফাওজুল কবির খান বলেন, আগের তুলনায় বিদ্যুৎ উৎপাদনের জন্য বেশি গ্যাস দেওয়া হচ্ছে। এ অবস্থায় গাজীপুর, সাভারসহ এ অঞ্চলের কারখানা মালিকরা প্রয়োজনীয় গ্যাস পাচ্ছে না। রপ্তানির জন্য আমাদের শিল্পকে বাঁচাতে হবে। প্রয়োজনে রেশনিং পদ্ধতিতে অন্তত ৮ ঘণ্টা করে টানা গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে। তাহলে সবাই একটু একটু কষ্ট করলেও প্রয়োজনীয় গ্যাস পাব। এতে সবার কষ্ট লাঘব হবে।
তিনি এক পরিসংখ্যান দেখিয়ে বলেন, গত ১৩ এপ্রিল থেকে আমার কারখানায় শূন্য পিএস আই গ্যাস পাচ্ছে যা শুক্রবার পর্যন্ত অব্যাহত ছিল। এ অবস্থায় কারখানা সচল রাখতে গিয়ে বিপুল অঙ্কের অতিরিক্ত জ্বালানি খরচ দিতে হচ্ছে।
আরও পড়ুন
- টঙ্গীতে ড্রেনে পড়ে নারী নিখোঁজের ৩৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার
- কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে ৬০ কিমি. বেগে ঝড়ের আভাস
- রাঙামাটির পাহাড়ে গোলাগুলি, চলছে সেনাবাহিনীর অভিযান
- সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা
- প্রথমে পুলিশ নিয়ে বাসায়, হুমকি দিয়ে ১০ লাখ টাকা নেন বৈষম্যবিরোধী নেতারা
- মাইলস্টোন ট্র্যাজেডি: মৃত্যুর কাছে হার মানলো সপ্তম শ্রেণির শিক্ষার্থী আয়ানও
- আশুলিয়ায় অষ্টম শ্রেণির ছাত্রীকে দোকানে আটকে পালাক্রমে ধর্ষণ, আটক ৩
- দেশের ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস