আজ থেকে ১১টি ব্যাংকে পাওয়া যাবে নতুন ডিজাইনের টাকা
সোমবার, ২ জুন, ২০২৫ ১১:৫৮ এএম | আপডেট: সোমবার, ২ জুন, ২০২৫ ১১:৫৮ এএম

দেশে প্রথমবারের মতো গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরযুক্ত নতুন সিরিজ ও ডিজাইনের ১ হাজার, ৫০ এবং ২০ টাকা মূল্যমানের ব্যাংক নোট বাজারে এসেছে।
ঈদুল আজহা উপলক্ষে আজ সোমবার (২ জুন) থেকে নির্দিষ্ট কিছু ব্যাংকের শাখায় সীমিতভাবে এই নতুন টাকা বিনিময়ের সুযোগ পাবেন গ্রাহকরা।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, রোববার (১ জুন) থেকেই প্রাথমিকভাবে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিস ও কয়েকটি ব্যাংকের মাধ্যমে ২০, ৫০ ও ১০০০ টাকার নতুন নোট বিতরণ শুরু হয়েছে। তবে পর্যাপ্ত মজুত না থাকায় রাজধানীর বাইরে অন্য জেলা শহরগুলোতে ঈদের আগে এই নতুন নোট সরবরাহ করা সম্ভব হবে না।
বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, মোট ১১টি ব্যাংকের নির্দিষ্ট শাখা থেকে গ্রাহকরা এই নতুন নোট সংগ্রহ করতে পারবেন। ব্যাংকগুলো হলো: সোনালী, জনতা, অগ্রণী, পূবালী, উত্তরা, রূপালী, ডাচ-বাংলা, ইসলামী, আল-আরাফাহ ইসলামী, ব্র্যাক এবং ইস্টার্ন ব্যাংক। কোন শাখায় নতুন টাকা বিনিময় হবে, তা সংশ্লিষ্ট ব্যাংক নিজেরা ঠিক করবে।
বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) এক বিজ্ঞপ্তিতে জানায়, ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ থিমে নতুন ডিজাইন ও সিরিজের সকল মূল্যমানের (১০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫ ও ২ টাকা) নোট মুদ্রণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর প্রথম ধাপে বাজারে আসছে ১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট।
চলমান সব ধরনের কাগুজে নোট ও ধাতব মুদ্রা প্রচলিত থাকবেই। পাশাপাশি মুদ্রা সংগ্রাহকদের জন্য নমুনা (নন-এক্সচেঞ্জেবল) ১০০০, ৫০ ও ২০ টাকার নোটও ছাপানো হয়েছে, যা নির্ধারিত মূল্যের বিনিময়ে মিরপুরের বাংলাদেশ ব্যাংক জাদুঘর থেকে সংগ্রহ করা যাবে।
আরও পড়ুন
- আ'লীগের গোপন বৈঠকে থাকা সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন
- ফিলিস্তিনিদের রক্ষায় যুদ্ধবিরতির আহ্বান বাংলাদেশের
- নির্বাচন কমিশনের ৭১ কর্মকর্তাকে বদলি
- স্বাস্থ্যখাতের টেকসই সংস্কারে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর: প্রধান উপদেষ্টা
- ‘ওদের গুলি করো’, আল জাজিরার ইনভেস্টিগেশনে হাসিনার সব ফোনালাপ ফাঁস
- শিক্ষিকা মেহরীন চৌধুরীর সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা নিবেদন
- স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া
- ফ্যাসিবাদবিরোধী দলগুলোর ঐক্য আরও বেশি দৃশ্যমান করতে হবে: প্রধান উপদেষ্টা