1. »
  2. জাতীয়

যুক্তরাজ্যে সফল সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

শনিবার, ১৪ জুন, ২০২৫ ০৪:১৮ পিএম | আপডেট: শনিবার, ১৪ জুন, ২০২৫ ০৪:১৮ পিএম

যুক্তরাজ্যে সফল সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

চার দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ শনিবার (১৪ জুন) সকাল ৯টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। প্রধান উপদেষ্টা শুক্রবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন।

এর আগে গতকাল শুক্রবার স্থানীয় সময় ৯টায় লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। বৈঠকে দেশের রাজনৈতিক পরিবেশ, নির্বাচনের সুনির্দিষ্ট সময়সহ নানান বিষয়ে আলোচনা হয়।

পরবর্তীতে চেয়ারম্যান তারেক রহমান তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে আলোচনার মুহুর্ত শেয়ার করেন।