1. »
  2. জাতীয়

ট্রাইব্যুনাল পরিদর্শন করলেন জাতিসংঘের প্রতিনিধি দল

সোমবার, ১৬ জুন, ২০২৫ ০৫:০৯ পিএম | আপডেট: সোমবার, ১৬ জুন, ২০২৫ ০৫:০৯ পিএম

ট্রাইব্যুনাল পরিদর্শন করলেন জাতিসংঘের প্রতিনিধি দল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেছেন গুম বিষয়ক জাতিসংঘের ৫ সদস্যের প্রতিনিধি দল।

আজ সোমবার (১৬ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে আসেন তারা।

এর আগে জাতিসংঘের গুম সম্পর্কিত কার্যনির্বাহী দলের সদস্যরা সাক্ষাৎ করেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সাথে। রোববার চার দিনের সফরে জাতিসংঘের মানবাধিকার কমিশনের গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপের দুই সদস্য বাংলাদেশে আসেন।
 
প্রায় একযুগ ধরে গুমের ঘটনা তদন্তের জন্য বাংলাদেশ সফরের অনুরোধ জানিয়ে আসছিল জাতিসংঘের মানবাধিকার কমিশনের ওয়ার্কিং গ্রুপ অন এনফোর্স অর ইনভলেন্টারি ডিসাপিয়ারেন্স-ডব্লিউজিইআইডি। ২০২০ সালের ২৪ এপ্রিল শেষবার সফরের অনুমতি চেয়েছিল ডব্লিউজিইআইডি। কিন্তু সেসময় অনুমতি দেয়নি তৎকালীন সরকার।