আলোচিত তালগাছ কেটে শতাধিক বাবুইছানা হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার
সোমবার, ৩০ জুন, ২০২৫ ১১:৪৩ এএম | আপডেট: সোমবার, ৩০ জুন, ২০২৫ ১১:৪৩ এএম
ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের পূর্ব গুয়াটন গ্রামে তালগাছ কেটে শতাধিক বাবুই পাখির ছানা হত্যা, ডিম ও পাখির আবাসস্থল ধ্বংসের ঘটনায় করা মামলার প্রধান আসামি মো. মোবারেক ফকিরকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রোববার (২৯ জুন) সন্ধ্যায় পিরোজপুর জেলার নেছারাবাদ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত শুক্রবার সন্ধ্যায় পূর্ব গুয়াটন এলাকায় একটি তালগাছ কেটে ফেলা হয়। গাছটির শাখা-প্রশাখায় ছিল অসংখ্য বাবুই পাখির বাসা। যার প্রতিটিতে ডিম ও ছানা ছিল। গাছটি কাটার সঙ্গে সঙ্গে বাসাগুলো ভেঙে নিচে পড়ে যায় ও পানিতে ডুবে যায়। এতে অধিকাংশ ছানা মারা যায় এবং ডিমগুলো নষ্ট হয়ে যায়। কিছু প্রাপ্তবয়স্ক পাখি উড়ে গেলেও বাসার অধিকাংশ পাখি রক্ষা করা যায়নি।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে শেখেরহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মাসুদুর রহমান বাদী হয়ে অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে সদর থানায় অভিযোগ করেন। অভিযোগ রেকর্ডের তিন ঘণ্টার মধ্যে মোবারেক ফকিরকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে জেলার পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় গণমাধ্যমকে জানান, ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের পূর্ব গুয়াটন গ্রামে তালগাছ কেটে শতাধিক বাবুই পাখির ছানা এবং ডিম ধ্বংসের ঘটনায় করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন
- মেট্রোরেল চলাচল স্বাভাবিক
- দেশজুড়ে টানা ৫ দিন বর্ষণের আভাস, কমতে পারে তাপমাত্রা
- নিজেই বাসের টিকিট কেটে পঞ্চগড় গেছেন সেই খতিব: জিএমপি
- মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত কালামের দাফন সম্পন্ন
- মেট্রোলাইনের বিয়ারিং প্যাড মাথায় পড়ে পথচারী নিহত, মেট্রো চলাচল বন্ধ
- ঢাকার বাতাসে গ্যাসের গন্ধে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান তিতাসের
- যমুনা রেলসেতুর পিলারে ফাটলের ছবি ভাইরাল, যা বলছে কর্তৃপক্ষ
- জেনেভা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, নিহত ১