জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক দল
বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫ ১০:৩৮ এএম | আপডেট: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫ ১০:৩৮ এএম

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত ব্যক্তিদের জরুরি চিকিৎসা সহায়তা দিতে ঢাকায় আসা ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সরা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শনে গিয়েছেন।
চার সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পৌঁছান।
চার সদস্যের ভারতীয় চিকিৎসা প্রতিনিধিদলে রয়েছেন নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল এবং সাফদারজং হাসপাতালের অগ্নিদগ্ধ রোগীদের চিকিৎসায় বিশেষজ্ঞ দুজন বার্ন ও প্লাস্টিক সার্জন। তাদের সঙ্গে আছেন দুজন নার্স।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের একাধিক কর্মকর্তা ও দায়িত্বরত আনসার সদস্যরা তাদের উপস্থিতি নিশ্চিত করেছেন। একই সময় সিঙ্গাপুর থেকে আসা আরেকটি চিকিৎসক দলও সেখানে প্রবেশ করেছেন বলে তারা জানান।
বিশেষজ্ঞ চিকিৎসক প্রতিনিধিদলটি মাইলস্টোন বিমান দুর্ঘটনায় দগ্ধ রোগীদের শারীরিক অবস্থা মূল্যায়ন করবেন এবং তাৎক্ষণিক চিকিৎসা সহায়তার পাশাপাশি প্রয়োজনে ভারতে উন্নত চিকিৎসার জন্য সুপারিশ করবেন বলে গতকাল এক বিজ্ঞপ্তিতে জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এর আগে দগ্ধদের চিকিৎসা সহায়তায় বুধবার (২৩ জুলাই) রাত ৯টায় ভারতীয় বিশেষজ্ঞ প্রতিনিধিদলটি ঢাকায় পৌঁছায়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের প্রতিনিধিদলটি রোগীদের অবস্থা মূল্যায়ন করবেন এবং প্রয়োজনে ভারতে আরও চিকিৎসা ও বিশেষায়িত সেবার জন্য সুপারিশ করবেন। তাদের প্রাথমিক মূল্যায়ন ও চিকিৎসার ওপর নির্ভর করে অতিরিক্ত চিকিৎসক দলও বাংলাদেশে পৌঁছাতে পারে।
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহত ব্যক্তিদের জরুরি চিকিৎসা সহায়তা দেওয়ার আগ্রহ জানিয়ে ভারত গত মঙ্গলবার বাংলাদেশকে চিঠি দেয়। এ মুহূর্তে আহতদের চিকিৎসার জন্য কী ধরনের সহায়তা প্রয়োজন, তা দ্রুত জানাতে বাংলাদেশকে অনুরোধ জানিয়েছিল দিল্লি।
আরও পড়ুন
- ছেলেকে আনতে গিয়ে নিখোঁজ সেই মায়ের লাশ মিলল ডিএনএ পরীক্ষায়
- গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৫৯
- সাড়ে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার
- হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেলে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক সন্ধ্যা উদযাপিত
- বাংলাদেশে এইচএমপিভিতে আক্রান্ত রোগীর মৃত্যু
- এইচএমপি ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সতর্কতা জারি
- সারাদেশে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু
- সারাদেশে ডেঙ্গুতে প্রাণ গেল আরও ১০ জনের