উখিয়ায় রোহিঙ্গা সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা
সোমবার, ২৫ আগস্ট, ২০২৫ ০১:৩৪ পিএম | আপডেট: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫ ০১:৩৫ পিএম

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান ও তাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে কক্সবাজারের উখিয়ায় আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক সংলাপে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টার দিকে তিনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে সকাল সাড়ে ১০টায় উখিয়ার ইনানীর হোটেল বেওয়াচে অনুষ্ঠিত মূল অধিবেশনে উপস্থিত হয়ে সম্মেলনের উদ্বোধন করেন।
‘টেক অ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন’ শীর্ষক এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দফতর। রোববার থেকে শুরু হওয়া এই সম্মেলনে বিশ্বের ৪০টি দেশের প্রতিনিধি অংশ নিচ্ছেন।
সম্মেলনের প্রথম দিন (২৪ আগস্ট) বিকেলে রোহিঙ্গা প্রতিনিধিরা বিভিন্ন দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এতে জাতিসংঘসহ রোহিঙ্গা সংকটে জড়িত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অংশীজনরা উপস্থিত ছিলেন।
তিন দিনের এই সম্মেলনের মূল উদ্দেশ্য হলো, রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কার্যকর রূপরেখা তৈরি। পাশাপাশি আন্তর্জাতিক সহায়তা তহবিল গঠন, গণহত্যার বিচার, খাদ্য সহায়তা এবং রোহিঙ্গাদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়েও আলোচনা হচ্ছে।
সম্মেলনের শেষ দিন মঙ্গলবার (২৬ আগস্ট) বিদেশি অতিথিরা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন, যাতে বাস্তব পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করতে পারেন।
আরও পড়ুন
- পুরোনো রাজনৈতিক ব্যবস্থায় ফিরতে চাই না: পররাষ্ট্র উপদেষ্টা
- ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, ডিসেম্বরে তফসিল
- উপজেলা ও থানা আনসার কোম্পানি ঢেলে সাজানো হচ্ছে : মহাপরিচালক
- জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে তারেক রহমানের অকৃত্রিম শ্রদ্ধা
- নতুন নিয়োগ পাওয়া ২৫ বিচারপতির শপথ দুপুরে
- দেশ নির্বাচনের জন্য প্রস্তুত : প্রধান উপদেষ্টা
- লুটের অস্ত্রের তথ্য দিলে ৫ লাখ টাকা পুরস্কার
- ৬ জেলায় নতুন ডিসি নিয়োগ