1. »
  2. খেলার মাঠ

রাতে আফগানদের মুখোমুখি টাইগাররা

বিডি প্রেস ডেস্ক রিপোর্ট বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫ ০১:৪৩ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫ ০১:৪৩ পিএম

রাতে আফগানদের মুখোমুখি টাইগাররা

এশিয়া কাপের ফাইনালে ওঠার স্বপ্ন পূরণ না হলেও খেলা শেষ হওয়ার পরও দেশে ফেরেনি বাংলাদেশ দল। কেননা সেখানে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ৯টায়।

এর আগে গতকাল বুধবার (১ অক্টোবর) সিরিজের ট্রফি উন্মোচন ও সিরিজ পূর্ববর্তী সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এশিয়া কাপে লিটন দাসের অনুপস্থিতিতে সুপার ফোরের শেষ দুই ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন জাকের আলি। এটি ছিল তার ক্যারিয়ারের প্রথম প্রতিযোগিতামূলক নেতৃত্ব। উইকেটকিপার-ব্যাটার হিসেবে এই দায়িত্ব তার জন্য ছিল বড় এক চ্যালেঞ্জ।

সংবাদ সম্মেলনে জাকের জানান, এশিয়া কাপের প্রস্তুতির সঙ্গেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রস্তুতিও নেওয়া হয়েছিল। তিনি বলেন, এশিয়া কাপের আগেই জানতাম আফগানিস্তানের সঙ্গে সিরিজ আছে, তাই সেভাবেই প্রস্তুতি নিয়েছি। এশিয়া কাপে ভালো কিছু ম্যাচ খেলেছি, যদিও ফল আমাদের পক্ষে ছিল না। এখন পুরো মনোযোগ এই সিরিজকে ঘিরেই।

লিটনের অনুপস্থিতিতে ভারত ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচে নেতৃত্ব, কিপিং এবং ব্যাটিং—তিন দিকেই বাংলাদেশকে ভুগতে দেখা যায়। লিটনের না থাকাটা যে দলের জন্য বড় ধাক্কা ছিল, তা অকপটে স্বীকার করেছেন জাকের। তবে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী।
 
ব্যাটিং ইউনিটের পারফরম্যান্স উন্নয়নের উপর জোর দিয়ে জাকের বলেন, চ্যালেঞ্জ হলো নির্দিষ্ট দিনে ভালো খেলা। আগের সিরিজে দল হিসেবে আমরা ভালো খেলতে পারিনি। তাই এবার মূল পরিকল্পনা থাকবে ব্যাটিং ইউনিট হিসেবে ভালো পারফরম্যান্স করা। এশিয়া কাপেও ব্যাটিং আমাদের বড় সমস্যা ছিল, এবার সেই জায়গায় সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া হবে।