পবিত্র রমজানের সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা
রবিবার, ৫ অক্টোবর, ২০২৫ ১১:৫৭ এএম | আপডেট: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫ ১১:৫৭ এএম

২০২৬ সালে ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার পবিত্র রমজান মাস শুরু হবে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংস্থা।
সংস্থাটির প্রাথমিক হিসাব অনুযায়ী, পবিত্র রমজান শুরু হবে আগামী ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। এর অর্থ রমজান মাস থেকে ঠিক ১৩৯ দিন দূরে আছি আমরা।
সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংস্থার চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, রমজান মাস শুরু হবে নতুন চাঁদ ওঠার ভিত্তিতে। এ চাঁদ আগামী ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেল ৪টা ১ মিনিটে আবুধাবির সময় অনুযায়ী জন্ম নেবে। কিন্তু এ নতুন চাঁদ সূর্যাস্তের এক মিনিট পরই অস্ত যাবে। তাই সেই দিন সন্ধ্যায় চাঁদ দেখা সম্ভব হবে না। এ জন্য চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক নিশ্চিতকরণের পর রমজানের প্রথম দিন হতে পারে বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি।
তিনি জানান, আবুধাবিতে রোজা রাখার সময় শুরুতে প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট হবে এবং মাসের শেষের দিকে এটি ধীরে ধীরে বেড়ে ১৩ ঘণ্টা ২৫ মিনিটে পৌঁছাবে। দিনের আলো শুরুতে ১১ ঘণ্টা ৩২ মিনিট থাকবে এবং মাস শেষে ১২ ঘণ্টা ১২ মিনিটে পৌঁছাবে।
তিনি আরও জানান, আবুধাবিতে ওই মাসের শুরুতে তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। এটি উত্তরের শীতকালীন বাতাসের কারণে প্রভাবিত হবে। রমজানের শেষ দিকে তাপমাত্রা বেড়ে ১৯ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। ওই সময় সাধারণত বসন্তকালীন আবহাওয়া ও পশ্চিমা বাতাস শুরু হয়।
সংস্থার চেয়ারম্যান বলেন, পবিত্র রমজানের পুরো মাস বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় বৃষ্টির পরিমাণ ১৫ মিলিমিটার ছাড়াতে পারে; যা মৌসুমি গড় আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেও জানান তিনি।
সূত্র: গালফ নিউজ
আরও পড়ুন
- এবার কুরআন অবমাননায় গ্রেপ্তার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের তানভীর
- দুর্গোৎসবে আজ মহাঅষ্টমী, হবে কুমারী পূজা
- শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আজ
- ৬ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী
- হজ শেষে দেশে ফিরেছেন ৭৬ হাজার ৭৬৮ হাজি
- হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু
- সৌদি থেকে দেশে ফিরলেন ৫৬ হাজার ৭৪৮ হাজি
- দেশে ফিরেছেন ৪৮ হাজার ১০৮ হাজি