1. »
  2. ধর্ম

এবার কুরআন অবমাননায় গ্রেপ্তার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের তানভীর

মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫ ০৩:৪৮ পিএম | আপডেট: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫ ০৩:৫৯ পিএম

এবার কুরআন অবমাননায় গ্রেপ্তার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের তানভীর

গত কয়েকদিন ধরে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অপূর্ব পালের কুরআন অবমাননার ঘটনা নিয়ে সারাদেশ উত্তাল। সে ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভীর আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যমে পবিত্র কুরআন ও ইসলাম ধর্মের বিশ্বাসীদের নিয়ে অবমাননাকর ও কটু মন্তব্য করার পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে গ্রেপ্তার হয়েছেন। 

গতকাল সোমবার (৬ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের গ্রুপে তানভীর এ মন্তব্য করে। 

তার ওই মন্তব্য দ্রুত অনলাইনে ছড়িয়ে পড়ে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করে। ক্যাম্পাসজুড়ে প্রতিবাদের ঝড় উঠলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়ে অবমাননাকারী তানভীরকে গ্রেফতার করে। 

এ ঘটনায় শিক্ষার্থীরা স্বস্তি প্রকাশ করলেও দাবি জানিয়েছেন, শুধু গ্রেফতার নয়—এই ঘৃণাত্মক ও ধর্মবিদ্বেষী আচরণের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাত করার সাহস না পায়।

সহপাঠীরা জানায়, ছেলেটি একই ব্যাচের হওয়াতে আগে থেকেই বিভিন্ন বিষয়ে টুকটাক কথা বার্তা হতো, সে আস্তিক ছিল না, তবে কঠোর ইসলাম বিদ্বেষী ছিল। প্রথমে সে এগুলো তেমন প্রকাশ করতো না, তবে ধীরে ধীরে ধর্মীয় বিষয়ে ইন্টার্নালি তর্ক বিতর্ক শুরু করতে থাকে। কিন্তু এগুলো অতটা গুরুত্ব দেয়া হতো না। এক সময় নাস্তিকতার বিষবাষ্প পাবলিকলি ছড়াতে থাকে, ধর্মীয় বিধিবিধান নিয়ে ইচ্ছা মতো কথা বলতে থাকে, একবার হল গ্রুপে তো মাইকে আজানের ব্যাপারে কটূক্তিমূলক কথা বলে। 

এছাড়া চলমান ফিলিস্তিনের ওপর ইসরায়েলি বর্বর হামলাকে তানভীর সমর্থন করে এবং বরাবরই ফিলিস্তিনিদের নিয়ে বাজে মন্তব্য করে বলে, গাজাবাসীকে নিশ্চিহ্ন করে দেওয়া উচিত।

সর্বশেষ গতকাল ভার্সিটির একটা গ্রুপে পবিত্র কুরআন মাজিদের অবমাননা করে কমেন্ট করে, যেটা সবার দৃষ্টিগোচরে আসে, ফলে ভার্সিটি প্রশাসন সর্বোচ্চ শাস্তি ছাত্রত্ব বাতিলের অঙ্গীকার সহ মামলার মাধ্যমে পুলিশের হাতে সোপর্দ করে।

এমন ঘটনা ক্যাম্পাসে আগেও একবার ঘটেছে, তারও ছাত্রত্ব বাতিল হয়েছিল, কিন্তু শুধুমাত্র এগুলো করে স্থায়ী সমাধান আসে না।