1. »
  2. খেলার মাঠ

কলম্বিয়াকে হারিয়ে ১৮ বছর পর ফাইনালে আর্জেন্টিনা

বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫ ১২:২১ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫ ১২:২১ পিএম

কলম্বিয়াকে হারিয়ে ১৮ বছর পর ফাইনালে আর্জেন্টিনা

ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ১৮ বছর পর ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। 

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে চিলির জুলিও মার্টিনেজ প্রাদানোস স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তেরা। ৭২ মিনিটে দলের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন মাতেও সিলভেত্তি। 

আর্জেন্টিনা-কলম্বিয়ার সেমিফাইনালের লড়াইটা হাড্ডাহাড্ডি হয়েছে। আক্রমণ, বল দখল ও শট নেওয়ায় প্রতিদ্বন্দ্বিতা হয়েছে প্রায় সমান পাল্লায়। কলম্বিয়া ৫৪ শতাংশ পজিশনের পাশাপাশি ১৩ শটের মধ্যে ৪টি লক্ষ্যে রাখতে পারে। অন্যদিকে, বিজয়ী আর্জেন্টাইনদের ১৪ শটের মধ্যে লক্ষ্যে ছিল ৫টি।

যুবাদের এই বিশ্বকাপে সর্বোচ্চ ছয়বার চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। সর্বশেষ ২০০৭ সালে চ্যাম্পিয়ন হয়েছে তারা। সেবার সার্জিও আগুয়েরোরা শিরোপা উপহার দিয়েছিলেন সমর্থকদের। এরপর আর এ টুর্নামেন্টে ফাইনাল খেলতে পারেনি আলবেসিলেস্তরা। 

তবে চলমান টুর্নামেন্টে দারুণ খেলছে মেসিদের উল্টরসূরিরা। গ্রুপপর্বে তিন ম্যাচেই জয় পেয়েছে আর্জেন্টিনা। এরপর শেষ ষোলোতে নাইজেরিয়াকে ৪-০ গোলে হারানোর পর কোয়ার্টার ফাইনালে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়েছে তারা।