1. »
  2. খেলার মাঠ

মুশফিক-লিটনের সেঞ্চুরিতে ৪৭৬ রানে থামলো বাংলাদেশ

বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫ ০৩:২৭ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫ ০৩:২৭ পিএম

মুশফিক-লিটনের সেঞ্চুরিতে ৪৭৬ রানে থামলো বাংলাদেশ

৫ উইকেটেই ৪৩৩ রান চলে আসে স্কোরবোর্ডে। সেঞ্চুরি করে ছুটছিলেন লিটন দাস, থিতু হয়েছিলেন মেহেদী মিরাজও। মনে হচ্ছিল রানের পাহাড় গড়তে যাচ্ছে বাংলাদেশ। তবে কাঙ্খিত গন্তব্যে যেতে পারেনি দল।

মিরপুর টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয়েছে ১৪১.১ ওভারে ৪৭৬ রানে। ৫ উইকেটে ৪৩৩ থেকে ৪৪৩ রানে পৌঁছাতেই ৮ উইকেট হারায় দল। এরপর আর বেশিদূর যায়নি ইনিংস।

দিনের শুরুতেই আসে সেই কাঙ্খিত মুহূর্ত। আরাধ্য শতক স্পর্শ করেন মুশফিকুর রহিম। ঘোচান ১ রানের আক্ষেপ। বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি।

বৃহস্পতিবার দিনের প্রথম ওভার দেখেশুনে খেলার পর জর্ডান নেইলের ওভারে সিংগেল নিয়ে পূর্ণ করেন সেঞ্চুরি। যা তার ক্যারিয়ারের ১৩তম টেস্ট সেঞ্চুরি ও মুমিনুল হকের সাথে বাংলাদেশের হয়ে যৌথভাবে সর্বোচ্চ শতক।বাংলাদেশ ভ্রমণ

তবে এরপর আর ইনিংস বড় হয়নি। ২১৪ বল খেলে ১০৬ রান করে এন্ড্রু বালবির্নির শিকার হন তিনি। ভাঙে লিটন দাসের সাথে তার ১০৮ রানের জুটি। মুশফিক ফিরলেও অবশ্য লিটন তার ইনিংসটা বড় করেন।

প্রথম দিন শেষ করেছিলেন ৪৭ রান নিয়ে। দ্বিতীয় দিনে ফিফটি তুলে নিতে দেরি করেননি লিটন দাস। এরপর গতি ধরে রেখে টেস্টে নিজের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন তিনি, ১৫৮ বলে তিন অঙ্কে পৌঁছান লিটন।

এক বছর পর সাদা পোশাকে সেঞ্চুরি পেলেন তিনি। টেস্টে লিটন শেষ সেঞ্চুরি পেয়েছিলেন ২০২৪ সালের আগস্টে, পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে। ১৩৮ রানের ইনিংস খেলেছিলেন সেবার।

আজ লিটন খেলেন ১২৮ ইনিংস। আউট হবার আগে মেহেদী মিরাজের সাথে গড়েন ১৯০ বলে ১২৩ রানের জুটি। লিটনের ৩ বল আগেই অবশ্য ফেরেন মিরাজ। আউট হন ৪৭ রান করে। পরপর তাদের বিদায়ে চাপ বাড়ে।

এরপর তাইজুল ইসলাম (৪) ও হাসান মুরাদ (১১) ও খালেদ আহমেদ আউট হন ১১ রান করে। ইবাদত হোসেন অপরাজিত থাকেন ১৮ রানে। আইরিশদের হয়ে এন্ডি ম্যাকব্রিনে ৫ ও ম্যাথু হ্যামফ্রিজ নেন ৩ উইকেট।