ব্যালন ডি'অরের পর
'ফিফা দ্যা বেস্ট' পুরস্কার জিতলেন দেম্বেলে
বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ ১২:২৩ পিএম | আপডেট: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ ১২:২৩ পিএম
কাতারের দোহায় আয়োজিত জমকালো গালা নাইটে ২০২৫ সালের ফিফা বর্ষসেরা ফুটবলার বা ‘ফিফা দ্য বেস্ট’ নির্বাচিত হয়েছেন ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে। পিএসজিকে অধরা চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর নায়কের হাতেই উঠেছে বিশ্বসেরার মুকুট।
গত মৌসুমে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) হয়ে স্বপ্নের মতো সময় পার করেছেন দেম্বেলে। ফ্রেঞ্চ লিগ ওয়ান, ফ্রেঞ্চ কাপ এবং ইউরোপ সেরার মঞ্চ চ্যাম্পিয়ন্স লিগ সবখানেই তার পারফরম্যান্স ছিল অনবদ্য। পরিসংখ্যানও কথা বলেছে তার পক্ষে। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে করেছেন ৩৫ গোল, যার মধ্যে ৮টিই এসেছে চ্যাম্পিয়ন্স লিগে। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৬টি গোল। ফরাসি সুপার কাপে জয়সূচক গোল এবং দলকে ক্লাব বিশ্বকাপের ফাইনালে তোলার কারিগরও ছিলেন এই ২৮ বছর বয়সী তারকা।
এদিকে নারী ফুটবলে নিজের আধিপত্য ধরে রেখেছেন আইতানা বোনমাতি। বার্সেলোনা ও স্পেনের এই তারকা মিডফিল্ডার টানা তৃতীয়বারের মতো ‘দ্য বেস্ট ফিফা উইমেন্স প্লেয়ার’ নির্বাচিত হয়েছেন। দেম্বেলের মতো তিনিও এবার ব্যালন ডি’অর জিতেছিলেন।
খেলোয়াড়দের মতো কোচিং ক্যাটাগরিতেও জয়জয়কার পিএসজির। বর্ষসেরা পুরুষ কোচ নির্বাচিত হয়েছেন পিএসজির ডাগআউটের মাস্টারমাইন্ড লুইস এনরিকে। অন্যদিকে নারী ফুটবলে সেরা কোচের পুরস্কার গেছে ইংল্যান্ডের সফল কোচ সারিনা উইগম্যানের ঝুলিতে।
বর্ষসেরা গোলের পুরস্কার বা ‘পুসকাস অ্যাওয়ার্ড’ গেছে আর্জেন্টিনায়। বক্সের বাইরে থেকে নেওয়া চোখ ধাঁধানো এক বাইসাইকেল কিকের জন্য এই পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন ক্লাব ইন্ডিপেন্ডিয়েন্তের সান্তিয়াগো মন্টিয়েল।
আরও পড়ুন
- ২০২৬ ফিফা বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
- মেসির নৈপুণ্যে প্রথম শিরোপার স্বাদ পেলো মায়ামি
- বড় জয়ে প্রথমবারের মতো ফাইনালে মেসির ইন্টার মায়ামি
- সিরিজ বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- আসন্ন বিপিএলে নতুন চমক 'নোয়াখালী এক্সপ্রেস'
- দুই টি-টুয়েন্টির ম্যাচের জন্য বাংলাদেশ দল ঘোষণা
- দাপুটে জয়ের সঙ্গে বাংলাদেশের এশিয়ান কাপ বাছাই শুরু
- প্রথম বলেই উইকেট হাসান মুরাদের