ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন : প্রেস উইং
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫ ১১:৪০ এএম | আপডেট: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫ ১১:৪০ এএম
জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং।
গতকাল (বুধবার) সিঙ্গাপুরে চিকিৎসাধীন হাদিকে দেখতে যান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান। তিনি প্রধান উপদেষ্টাকে হাদির বর্তমান অবস্থার কথা জানান।
রাত ৯টা ৪০ মিনিটে ড. ভিভিয়ান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ফোন করেন। এসময় হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাঁকে অবহিত করেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী।
তিনি ড. ইউনূসকে জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন।
গত ১২ ডিসেম্বর শুক্রবার জুমার নামাজ শেষে নির্বাচনি প্রচারণা চালানোর সময় হাদিকে গুলি করে বাইকে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। তৎক্ষণাৎ চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য মালয়েশিয়া নেওয়া হয়। জানা গেছে ব্রেনের সার্জারির জন্য আবারও হাদিকে যুক্তরাষ্ট্রে নেওয়া হতে পারে।
আরও পড়ুন
- খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল: ডাক্তার জাহিদ
- আজ কূটনীতিকদের সাথে ব্রিফি করবে সরকার
- অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি
- গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- প্যারাস্যুটিংয়ে বিশ্ব রেকর্ড গড়ল বাংলাদেশ
- এয়ার শো দেখতে বিমান বন্দরে জড়ো হচ্ছেন হাজারো মানুষ
- বিজয় দিবসে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার স্মৃতিসৌধে শ্রদ্ধা
- মহান বিজয় দিবস আজ