খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল: ডাক্তার জাহিদ
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫ ০২:২৫ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫ ০২:৫০ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি নিয়মিত চিকিৎসা গ্রহণ করছেন এবং আগের অবস্থার তুলনায় তার শারীরিক অবস্থা একই পর্যায়ে বজায় আছে।
রোববার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
তিনি জানান, গত ২৩ নভেম্বর থেকে বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং ২৭ নভেম্বর থেকে তিনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) আছেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক মেডিকেল বোর্ড প্রতিদিন তার স্বাস্থ্য পরীক্ষা করছে। প্রতিদিন সকালে দেশীয় চিকিৎসকরা এবং সময়ের ব্যবধান বিবেচনায় সন্ধ্যায় বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে মাল্টিডিসিপ্লিনারি টিমের যৌথ বৈঠকের মাধ্যমে চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
জাহিদ বলেন, বেগম খালেদা জিয়া বর্তমানে চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী চিকিৎসা গ্রহণ করতে পারছেন। তবে তার বয়স এবং দীর্ঘদিন ধরে যথাযথ চিকিৎসা না পাওয়ায় শারীরিক জটিলতা বেড়েছে, ফলে তিনি একটি কঠিন সময় পার করছেন।
এ সময় দেশবাসীর কাছে মহান আল্লাহর দরবারে তার সুস্থতার জন্য দোয়া কামনা করেন। একই সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং পরিবারের অন্যান্য সদস্যরা সার্বক্ষণিকভাবে তার চিকিৎসার খোঁজখবর রাখছেন বলে জানান।
এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসার কারণে হাসপাতালে অন্য রোগীদের চিকিৎসাসেবায় কোনো ব্যাঘাত ঘটবে না এবং এ বিষয়ে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
আরও পড়ুন
- আজ কূটনীতিকদের সাথে ব্রিফি করবে সরকার
- ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন : প্রেস উইং
- অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি
- গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- প্যারাস্যুটিংয়ে বিশ্ব রেকর্ড গড়ল বাংলাদেশ
- এয়ার শো দেখতে বিমান বন্দরে জড়ো হচ্ছেন হাজারো মানুষ
- বিজয় দিবসে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার স্মৃতিসৌধে শ্রদ্ধা
- মহান বিজয় দিবস আজ