লাখো মানুষের অংশগ্রহণে হাদির জানাজা সম্পন্ন
শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫ ০৩:৩৮ পিএম | আপডেট: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫ ০৩:৩৮ পিএম
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো জনতার অংশগ্রহণে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। হাদির জানাজা নামাজে ইমামতি করেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক।
আজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে তার জানাজা শুরু হয়। জানাজায় প্রধান উপদেষ্টা ড. ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ স্থানীয় নেতারা অংশগ্রহণ করেন।
এদিন সকাল থেকেই সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউ সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। সড়কটির দুই প্রান্তে নিরাপত্তা চৌকি বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
জানাজা শেষে ওসমান হাদির লাশ নেয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখানে তার প্রতি শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের কাছেই তাকে দাফন করা হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন
- এ কে খন্দকার বীর উত্তম আর নেই
- শহীদ ওসমান হাদির দাফন সম্পন্ন
- শিল্পকলার সব অনুষ্ঠান ‘অনির্দিষ্টকালের জন্য’ স্থগিত
- জাতীয় কবির সমাধির পাশে সমাহিত ওসমান হাদি
- সিঙ্গাপুরে হচ্ছে না হাদির প্রথম জানাজা
- শহীদ ওসমান হাদির জানাযার নামজ শনিবার
- খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল: ডাক্তার জাহিদ
- আজ কূটনীতিকদের সাথে ব্রিফি করবে সরকার